টেস্টেও রোহিতকে ছাড়া নামতে হচ্ছে ভারতকে

rohit sharma lyon
ফাইল ছবি: টুইটার

আঙুলের চোটে দ্বিতীয় ওয়ানডের পর মুম্বাই ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা। টেস্টের আগে দলে যোগ দেওয়ার একটা সম্ভাবনা ছিল তার। তবে চোটের অবস্থা বিবেচনায় প্রথম টেস্টেও অধিনায়ককে বিশ্রাম দিয়েছে ভারত। চট্টগ্রামে প্রথম টেস্টে তাই ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

রোহিতের বদলে 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে সেঞ্চুরি করা অভিমন্যু ঈশ্বরণকে দলে নিয়েছে বিসিসিআই। ঢাকায় দ্বিতীয় টেস্টে রোহিত খেলতে পারবেন কিনা তা মেডিকেল বিভাগ পরবর্তীতে পর্যবেক্ষণ করে জানাবে।

আগেই ছিটকে গিয়েছিলেন পেসার মোহাম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কোন টেস্টেই তাদের খেলার সম্ভাবনা নেই। শামির বদলে 'এ' দলের হয়ে বাংলাদেশ সফর করা নবদিপ সাইনি এসেছেন দলে। জাদেজার বদলে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দারুণ বল করা সৌরভ কুমারকে নিয়েছে ভারত।  এর আগে গুজরাটের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটকেও যুক্ত করেছে দলে।

১৪ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।

Ravichandran Ashwin
রবীচন্দ্রন অশ্বিন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ভারতের পরিবর্তিত টেস্ট স্কোয়াড: লোকেশ রাহুল (ভারপ্রাপ্ত অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, কেএস ভরত, রবীচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, কুলদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরণ, নবদিপ সাইনি, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট। 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago