ফাটিয়ে ফেলব বললে ভুল হবে: তাসকিন

Taskin Ahmed & Allan Donald
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রামের উইকেট এমনিতেই রান প্রসবা। ব্যাটারদের জন্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাইশ গজ বরাবরই মেলে ধরে আগল। এমন উইকেটে বাংলাদেশের বোলারদের সামলাতে হবে  বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্তদের মতো ব্যাটারদের। কাজটা যে কত কঠিন জানেন তাসকিন  আহমেদ। তবে সফল হওয়ার একটা উপায়ও তার মাথায় তৈরি।

চলতি বছর সর্বশেষ টেস্টে চট্টগ্রামে ৫ দিন খেলেও আসেনি ফল। দুই দল মিলে খেলতে পেরেছিল তিন ইনিংসে, তাতেই উঠে ১১২২ রান। অর্থাৎ বোলারদের উইকেট পেয়ে বেশ খাটতে হবে এটা পরিষ্কার।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকলেও ভারতের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করেন শুভমান গিল। তিনে চেতশ্বর পূজারার মতো স্থিতধি ব্যাটার আছেন। চারে খেলবেন বিশ্বের অন্যতম সেরা বিরাট কোহলি। শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত তো থাকছেনই। আকসার প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিনের মতো অলরাউন্ডার থাকায় ভারতের গভীরতাও অনেক।

সোমবার সংবাদ সম্মেলনে এসে তাসকিন জানান, তাদের সবাইকেই আটকানো সম্ভব। তবে সেক্ষেত্রে নিজেদের দিতে হবে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা,   'টপ অব অফ ধৈর্য নিয়ে যদি বল করতে পারি (ভালো কিছু হবে)। ভাল উইকেটে দেখা যাবে আমরা যদি উইকেট পেতে বেশি জোরাজুরি করতে যাই রান হবে। ওরা ভালো খেলোয়াড়। আমরা যদি জায়গা নিয়ে বল করি। নতুন বলে আর্লি একটু স্যুইং করার চেষ্টা, পুরান বলে রিভার্স স্যুইং। ওদেরও ধৈর্যচ্যুতির চেষ্টা করতে হবে। এটা তো কোন সন্দেহই নাই ওদের পরিসংখ্যান অনেক ভাল। বিশ্বে ওরা অনেক বড় খেলোয়াড়। আমাদেরকে ধৈর্য রাখতে হবে। বিশেষ করে বোলিং বিভাগকে। ধারাবাহিক থাকতে হবে, ওদের ভুলের জন্য অপেক্ষা করতে হবে। যদি বলি ছিঁড়ে ফেলব ভাই, ফাটায়ে ফেলব এটা ভুল কথা হবে।'

'মৌলিক জিনিসটা ঠিক রাখতে হবে। যেহেতু তেমন কিছু থাকবে না (উইকেটে)। সেক্ষেত্রে শৃঙ্খলা মেনে বোলিং জরুরি। পুরান বলে রিভার্স স্যুইংয়ের চেষ্টা করে যেতে হবে। আমরা ডিসিপ্লিন আর ধৈর্য নিয়ে বল করলে ভালো করার সম্ভাবনা আসতে পারে।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago