আক্রমণ করে খেলে চট্টগ্রামে ফল বের করতে চায় ভারত

KL Rahul
লোকেশ রাহুল। ছবি: ফিরোজ আহমেদ

পরিসংখ্যান জানান দিচ্ছে চট্টগ্রামের মাঠে ফল বের করা খুব সহজ। ব্যাট করার জন্য ভীষণ ভালো এই মাঠের উইকেট বোলারদের জন্য দেখা দেয় প্রাণহীন হিসেবে। চলতি বছর মে মাসেও দেখা গেছে একই চিত্র। ভেন্যুর ইতিহাস সম্পর্কে অবগত ভারতও। সেসব মাথায় রেখে ফল বের করতে শুরু থেকেই আক্রমণ করে খেলার নীতি তাদের।

টেস্ট ক্রিকেটেও ওয়ানডে ঘরানায় খেলার জন্য ভারতের দলে আছেন বেশ কজন ব্যাটার। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকলেও একই মেজাজে খেলে ঘাটতি পূরণ করতে পারেন শুভমান গিল। অভিজ্ঞ বিরাট কোহলি পরিস্থিতি বুঝে খেলেন আগ্রাসী ক্রিকেট। তাদের দলে রিশভ পান্তের মতোন একজন আছেন, যিনি কিনা যেকোনো কন্ডিশনেই খেলেন তেড়েফুঁড়ে।

যিনি সবচেয়ে ধীর স্থির খেলেন সেই চেতশ্বর পূজারাকেও সোমবার দলের অনুশীলনে দেখে গেছে আগ্রাসী ক্রিকেটের প্রস্তুতি নিতে।

Virat Kohli & Sreyas Iyar
অনুশীলনে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে পাঁচ দিতে হতে পেরেছিল তিন ইনিংসে, তাতেই এসেছিল ১১২২ রান। নিষ্প্রাণ উইকেটে টানা বল করে হতাশায় পুড়েছেন দুই দলের বোলাররাই।

সংবাদ সম্মেলনে উইকেটের হালচাল মনে করিয়ে দিতে ভারপ্রাপ্ত ভারতীয় কাপ্তান লোকেশ রাহুল জানান, সব কিছু মাথায় নিয়েই আক্রমণ করে খেলতে চাইবেন তারা,   '(চট্টগ্রাম) আমরা আগে থেকেই নির্দিষ্ট কোনো মানসিকতা নিয়ে নামব না। হ্যাঁ অতীত পরিসংখ্যান ও রেকর্ড থেকে কিছু তথ্য তো নেওয়া হবেই। তবে দুই দলই কীভাবে খেলছে, সেটি গুরুত্বপূর্ণ। আমরা সাহসী ও আগ্রাসী মনোভাবে ধরে রেখে ফল আনার চেষ্টা করব।'

'তবে খেলা তো পাঁচদিনের। সেটিকে ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ্যে ভাগ করে সেগুলো অর্জনের চেষ্টা করতে হবে। প্রতিটি সেশনে দলের চাহিদা ভিন্ন থাকবে, সেগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে এটা নিশ্চিত থাকতে পারেন, আপনারা আমাদের দলের কাছ থেকে অনেক আগ্রাসী ক্রিকেট দেখবেন।'

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পুরো পয়েন্ট আদায় করে ফাইনালের দৌড়ে থাকতে চাইবে দলটি। রাহুলের আগ্রাসী ক্রিকেটের চিন্তায় প্রসঙ্গক্রমেই এলো ইংল্যান্ডের কথা। সাম্প্রতিক সময়ে দলটি টেস্ট ক্রিকেটের ধরণই বদলে দিচ্ছে। কদিন আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে একদিনে পাঁচশোর বেশি রান করে রেকর্ড করে ফেলে তারা। দ্বিতীয় ইনিংসেও ওভারপ্রতি সাড়ে ছয়ের উপর রান তুলে সাহস ইনিংস ঘোষণা করে বের করে ম্যাচের ফল।

ইংল্যান্ডের ধরণের প্রশংসা করলেও তিনি জানিয়ে দেন তারা খেলতে চান নিজেদের ঘরানায়,   'এটা (ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট) দেখার জন্য দারুণ রোমাঞ্চকর। পাকিস্তানের সঙ্গে দুটি ম্যাচ... আমি খেলা দেখেছি। এভাবে টেস্ট খেলতে দেখে খুবই উপভোগ করছি। ভয়ডরহীন, আগ্রাসী ক্রিকেট। ওদের জন্য এটা খুবই কার্যকর হচ্ছে।'

'তবে প্রতিটি দলেরই নিজস্ব পথ আছে। যেসব দল ভালো করছে, তাদের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি। তারা কীভাবে পারফর্ম করছে, তাদের জন্য কী কাজে দিচ্ছে।'

 চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫২.০৮ শতাংশ পয়েন্টের হার নিয়ে টেবিলের চার নম্বরে আছে ভারত। তাদের উপরে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে পুরো পয়েন্ট চাই রাহুলদের। এই চিন্তা থেকেই আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেন ভারত অধিনায়ক, 'সবসময় একই মানসিকতায় এগোনো যায় না। কোথায় আছি, কন্ডিশন কেমন (এগুলো মাথায় রাখতে হবে হবে)…। টেস্ট চ্যাম্পিয়নশিপের (ফাইনালে যাওয়ার) ব্যাপার আছে। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি আমাদের অবস্থান কোথায়, ফাইনালে যেতে কী করতে হবে।'

Comments

The Daily Star  | English

Response to J&K Terror Attack: India gives forces ‘operational freedom’

Indian Prime Minister Narendra Modi has given the country's military "operational freedom" to respond to a deadly attack in Kashmir last week, a senior government source told AFP yesterday, after New Delhi blamed it on arch-rival Pakistan.

3h ago