একাদশে থাকবেন সোহান-জাকির, তাসকিনকে বিশ্রাম

Shakib Al Hasan & Russell Domingo

খেলার আগের দিন একাদশ জানাতে বরাবরই অনিচ্ছুক থাকে বাংলাদেশ দল। সব কিছু ঠিক থাকলেও গণমাধ্যমে নিজেদের সিদ্ধান্ত পরিষ্কার করতে খুব একটা আগ্রহী হয় না টিম ম্যানেজমেন্ট। তবে এবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথায় প্রথম টেস্টের একাদশের ছবি অনেকটা পরিষ্কার।

হালকা চোটে থাকায় অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ছিল কিছুটা শঙ্কা। স্ক্যান করাতে হাসপাতালে গেলেও তার অবস্থা এখন ভালো। মঙ্গলবার নেটে লম্বা সময় অনুশীলনও করেছেন তিনি। সাকিবের খেলা নিয়ে তাই আর অনিশ্চয়তা নেই।

বাকি যেসব জায়গা নিয়ে ছিল দ্বিধা, তাও কেটে গেছে। আগের দিন সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদ জানিয়েছিলেন ওয়ার্কলোডের চিন্তায় প্রথম টেস্টে বিশ্রামে থাকতে পারেন তিনি। ডমিঙ্গো নিশ্চিত করেছেন প্রাণহীন উইকেটে তাসকিনকে খেলানোর দিকে যাচ্ছেন না তারা। তাসকিন থাকবেন বিশ্রাম।

তাসকিন না খেললে দুই পেসার ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদের খেলা নিশ্চিত। বাংলাদেশ খেলতে পারে তিন স্পিনার নিয়ে। সেক্ষেত্রে সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী হবেন তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্টে খেলেছিলেন কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। সেই টেস্টে তার ব্যাট থেকে এসেছিল ফিফটি। শেষ দিকে রান আর উইকেটের পেছনে সাবলীল উপস্থিতির জন্য সোহান চট্টগ্রাম টেস্টে কিপিং করবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের কোচ। 

সর্বশেষ ৯টি টেস্ট ইনিংসে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ খেলা টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল। এরমাঝে গত কয়েক মাসে ঘরোয়া ও 'এ' দলের হয়ে সিরিজেও রান আসেনি তার ব্যাটে। ফলে প্রিয় মাঠেও একাদশে মুমিনুলের একাদশে ফেরার সম্ভাবনা ক্ষীণ।  চট্টগ্রামের মাঠে ১২ টেস্ট খেলে ৬৩.৪২ গড়ে ১ হাজার ২০৫ রান মুমিনুলের। ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির ৭টাই তিনি করেছেন জহুর আহমেদের মাঠে। এই মাঠে প্রথমবার টেস্টে পারফরম্যান্সের কারণে তিনি থাকতে যাচ্ছেন সাইড বেঞ্চে।

তামিম ইকবাল না থাকায় দলে নেওয়া হয়েছিল সিলেটের তরুণ ব্যাটার জাকির হাসানকে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে তার ইনিংস উদ্বোধন করাও নিশ্চিত। বাকি কয়েকটি জায়গায় নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসদের একাদশে থাকা অনুমিতই।

বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago