জাকিরের মাঝে তামিমের ছায়া দেখেন ডমিঙ্গো

Zakir Hasan
চট্টগ্রামে অনুশীলনে জাকির হাসান। ছবি: ফিরোজ আহমেদ

গত দুই মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে টানা রানের মধ্যে আছেন জাকির হাসান। সিলেটের এই বাঁহাতি ব্যাটার ভারত 'এ' দলের বিপক্ষেও করেছেন রান, ধারাবাহিক পারফরম্যান্সে ঠাঁই করে নিয়েছেন টেস্ট দলে। তামিম ইকবালের বদলি হিসেবে টেস্ট অভিষেকের সামনে থাকা এই তরুণকে নিয়ে ভীষণ আশাবাদী বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

জাকিরের টেস্ট দলে জায়গা পাওয়ার সঙ্গে তামিমের কুঁচকির চোট ও টপ অর্ডারের কয়েকজনের ফর্মহীনতার ভূমিকা আছে। স্কোয়াডে জায়গা পেয়ে একাদশেও ঢুকে যাচ্ছেন তিনি। বুধবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা অনেকটাই নিশ্চিত করেছেন কোচ।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ২৪  বছর বয়েসী জাকিরকে নিয়ে ডমিঙ্গো শোনালেন দারুণ ইতিবাচক কথা,  'জাকিরকে নিয়ে আমি খুব রোমাঞ্চিত। তার ভেতরে দারুণ তেজ আছে। ঘরোয়াতে সে খুব ভালো করেছে। সে বাংলাদেশের হয়ে একটা টি-টোয়েন্টি খেলেছিল। সে যেভাবে ব্যাট করে তা আমি খুব পছন্দ করি। অনেকটা তামিমের মতো ব্যাট করে। সুন্দর ও ইতিবাচক। আশা করি সে কাল খুব ভালো ও দ্রুত শুরু এনে দিবে।'

গত দুই বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক জাকির। ২০২১ সালে সব সংস্করণ মিলিয়ে তিনি করেছিলেন এক হাজারের বেশি রান। ২০২২ সালেও হাজার পেরিয়েছেন জাকির। দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণীর আসর জাতীয় লিগে  ৮ ইনিংসে ৫৫.২৫ গড়ে করেছেন সর্বোচ্চ ৪৪২ রান।

সিলেট বিভাগকে নেতৃত্ব দেওয়া জাকির চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ২১৩ রানের ইনিংস। যা এই আসরের ব্যক্তিগত সর্বোচ্চ। জাতীয় লিগের গেল আসরেও সাবলীল ছিল জাকিরের ব্যাট। সিলেটের হয়ে তিনটা সেঞ্চুরিতে ৯৯ গড়ে করেছিলেন ৩৯৬ রান।

তবে জাকিরের টেস্ট দলের দুয়ার খুলেছে মূলত 'এ' দলের হয়ে রান করায়। চলতি মাসে ভারত 'এ' দলের বিপক্ষে কক্সবাজারে খেলেন ১৭৩ রানের ইনিংস। পরের ম্যাচেও করেন ৪৬ রান। এরপরই তার ডাক পড়ে টেস্ট দলে।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল জাকিরের। ১০ রান করার পর আর কখনোই জাতীয় দলের কোন স্কোয়াডে ডাক পড়েনি তার। সব কিছু ঠিক থাকলে ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে চট্টগ্রামে অভিষেক হতে যাচ্ছে তার।

Comments

The Daily Star  | English

If consensus commission fails, it will be a collective failure: Ali Riaz

He made the remarks in his opening statement during the 14th day of the second phase of dialogues with political parties

1h ago