ভারত ইংল্যান্ডের ‘তরিকায়’ খেলবে বলে মনে করে না বাংলাদেশ

আগের দিন সংবাদ সম্মেলনে এসে ফ্ল্যাট পিচে ম্যাচের ফল বের করতে আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিয়েছিলেন লোকেশ রাহুল। তবে এই চোখ রাঙানিকে চিন্তার কারণ মনে করছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে প্রথাগত ঘরানাতেই টেস্ট খেলবে ভারত। বাংলাদেশও নেই আগ্রাসী ক্রিকেট খেলার বাস্তবতায়।
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের নতুন বেঞ্চ মার্ক সেট করছে ইংল্যান্ড দল। দ্রুত রান উঠিয়ে প্রতিপক্ষের উপর চেপে বসার নীতি নিচ্ছে তারা। কদিন আগে রাওয়ালপিন্ডিতে প্রাণহীন উইকেটে প্রথম দিনেই ওভারপ্রতি সাড়ে ছয়ের বেশি রান তুলে ইংল্যান্ড। টেস্টের প্রথম দিনে পাঁচশোর বেশি রান তোলার রেকর্ড করে বসে তারা।
দ্রুত বড় রান করে ফেলায় ফ্ল্যাট উইকেটেও ম্যাচের ফল বের করার পর্যন্ত সময় চলে আসে হাতে। সাহসী ইনিংস ঘোষণা দিয়ে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দিয়ে ম্যাড়ম্যাড়ে উইকেটেও তৈরি করে উত্তেজনা, জিতে নেয় ম্যাচ।
ইংল্যান্ডের টেস্ট খেলার এই ধরণ দুনিয়া জুড়ে হচ্ছে আলোচিত। চট্টগ্রামের উইকেটেও নিয়মিতই দেখা যায় রান বন্যা। এখানেও ফল বের করা বেশ কঠিন। ভারতও তাই আগ্রাসী খেলার চিন্তা করছে। সে কথায় জানিয়ে যান ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল।
তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে ডমিঙ্গো জানান, তার মনে হচ্ছে ভারত যাবে না এই পথে, 'আমি মনে করি না ভারত এই ধরণের (আগ্রাসী) ক্রিকেট খেলবে। তারাও টেস্টটা খেলে প্রথাগত উপায়ে। যদিও তাদের কিছু খেলোয়াড় দ্রুত প্রতিপক্ষের থেকে ম্যাচ নাগালের বাইরে নিয়ে যায়। তারা সবাই এমনিতে আক্রমণাত্মক। আমাদেরকে ধৈর্য ধরে চাপ তৈরি করে যেতে হবে, শৃঙ্খলা মেনে বল করে যেতে হবে।'
'ভারতের কাছ থেকে ইংল্যান্ডের ধরণ আমি আশা করছি না, আমার মনে হয় না এটা তাদের ধরণ।'
বাংলাদেশের এই দক্ষিণ আফ্রিকান কোচ পরিষ্কারভাবে জানিয়ে দেন, বাংলাদেশেরও এমন খেলার কোন রকম বাস্তবতা নেই, 'আমার মনে হয় না আমরা ইংল্যান্ডের মতো ব্যাট করব। অন্তত এখনই এটা না। ইংল্যান্ড যেভাবে টেস্ট খেলে তা এক কথায় অবিশ্বাস্য, রোমাঞ্চকর। খেলাটাকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছে তারা। আমার মনে হয় না দল হিসেবে আমরা এমন জায়গায় আছি যেখানে এরকম ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করা যায়।'
টেস্ট ম্যাচ জেতার চেয়ে আপাতত হার এড়ানোই লক্ষ্য মনে করছেন ডমিঙ্গো, 'আমাদের জেতার চিন্তার আগে হার এড়ানো নিয়ে ভাবতে হবে। এই সংস্করণে আমাদের এখনো খুব সহজে হারিয়ে দেয়া যাচ্ছে।'
বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট।
Comments