শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

কঠিন উইকেটে ভারতের চারশো ছাড়ানো পুঁজির পর ব্যাট করতে নেমেই বিপদ পড়ে বাংলাদেশ। ৫ রানেই পড়ে যায় ২ উইকেট। কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছেন লিটন দাস ও জাকির হাসান।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ৪০৪ রান করে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। ২৬ বলে ২৪ রান নিয়ে ক্রিজে আছেন লিটন। ১৯ বলে ৯ রান নিয়ে খেলছেন অভিষিক্ত জাকির।
চা-বিরতির পৌনে এক ঘণ্টা আগে নেমে মোহাম্মদ সিরাজের করা ইনিংসের প্রথম বলেই খোঁচা মেরে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। বা দিকে ঝাঁপিয়ে তার ক্যাচ গ্লাভসে জমান রিশভ পান্ত। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার গোল্ডেন ডাকের শিকার হলেন তিনি।
তিনে সুযোগ পেয়েছিলেন ইয়াসির আলি রাব্বি বড় সুযোগ ছিল তার সামনে। থিতু হওয়ার চেষ্টায় স্ট্রাইক নিয়ে খেলছিলেন। কিন্তু উমেশ যাদবের বল আলতো ঢঙে খেলতে গিয়ে স্টাম্পে টেনে বোল্ড হয়ে যান তিনি। ১৭ বলে ৪ রান করেন ইয়াসির।
টেস্টে এই প্রথমবার চার নম্বরে খেলতে নামেন লিটন। জাকিরকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় আছেন তিনি। থিতু হতে অবশ্য সময় লাগেনি তার। দ্রুত পেয়ে যান বাউন্ডারির দেখা। উমেশের উপরই লিটন ঝাঁজ মিটিয়েছেন। পুল, লেট কাট, কাভার ড্রাইভে টানা তিন বলেই মারেন তিন চার। সব মিলিয়ে ২৪ রানের মধ্যে ২০ রানই এনেছেন বাউন্ডারি থেকে।
Comments