আউট করার আগে লিটনকে কি বলেছিলেন সিরাজ?

শুরুতে দুই উইকেট পড়ার পর নেমে দারুণ ছন্দে ব্যাট করছিলেন লিটন দাস। প্রথাগত ক্রিকেটীয় শটেই বের করেছিলেন পাঁচ বাউন্ডারি। তাকে দেখে মনে হচ্ছিল একদম থিতু, যেতে পারেন অনেক দূর। কিন্তু বিরতির পর নেমে সব হয়ে যায় গড়বড়। মোহাম্মদ সিরাজের কিছু একটা নিয়ে জড়িয়ে পড়েন তর্কে। পরে সিরাজের শিকার হয়েই থামান দৌড়। দিনের খেলা শেষে ভারতীয় পেসার জানিয়েছেন মাঠে কি হয়েছিল তখন।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে চরম ব্যাকফুটে বাংলাদেশ। ভারতের ৪০৪ রানের জবাবে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। ফলোঅন এড়াতেই এখনো চাই ৭২ রান।
টেস্টে প্রথমবার চারে নেমে ৩০ বলে ২৪ রান করে। আউটের আগে লিটনকে চটিয়ে দিয়ে মনোযোগ নড়িয়ে দিয়ে সফল সিরাজ।
চা-বিরতির পর তখন চলছিল শেষ সেশনের খেলা। ১৪তম ওভারে বল করতে এসে লিটনকে এগিয়ে এসে কিছু একটা বলেন সিরাজ। লিটনও জবাব দিতে এগিয়ে যান কিছুটা। তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। দৃশ্যপটের প্রভাব গ্যালারিতেও পড়ে।
ঠিক পরের বলেই উল্লাসে মাতেন সিরাজ। নিচু হওয়া একটি বল খেলতে গিয়ে সফট হ্যান্ডে পুশ করতে গিয়েছিলেন লিটন। বল তার ব্যাটের নিচের কানায় লেগে ভেঙে দেয় স্টাম্প। ইতি হয় দারুণ সম্ভাবনাময় ইনিংসের।
দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এস সিরাজ জানিয়েছেন আসলে তখন লিটনকে কি বলেছিলেন তিনি, 'না তেমন কিছু না। আমি তাকে শুধু বলেছিলাম, "এটা টি-টোয়েন্টি সংস্করণ নয়, এটা টেস্ট ক্রিকেট। সেন্সেবল ক্রিকেট খেলো।" এইটুকুই।'
তবে আগে থেকে ঠিক করে স্লেজিংয়ের আশ্রয় নেননি বলেও জানান সিরাজ, 'এটা (স্লেজিং) পরিকল্পনা করে করা হয়নি। হয়ে গেছে।'

লিটনের উইকেটসহ ৯ ওভার বল করে ১৪ রানে ৩ উইকেট নেন সিরাজ। কন্ডিশনের মতিগতি পড়ে বল করে ভোগান স্বাগতিক ব্যাটারদের। বল যেহেতু নিচু হচ্ছে তিনি চেয়েছেন স্টাম্প লাইনে বল করে যেতে, 'আমি স্টাম্প লাইনে বল করতে চেয়েছি, নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল স্টাম্প বরাবর করার, যাতে নিচ হলে উইকেট পেতে পারি।'
Comments