যে কারণে দ্বিতীয় দিনে এক ওভারও বল করেননি সাকিব

প্রথম দিনে ১২ ওভার বল করে উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান। দ্বিতীয় দিনে দলের ভীষণ প্রয়োজনেও বল করতে দেখা যায়নি তাকে। পরে গণমাধ্যমে এসে এর কারণ জানিয়েছেন স্পিন কোচ রঙ্গণা হেরাথ।
দিনের শুরুতে পেসার ইবাদত হোসেন তুলে নিয়েছিলেন শ্রেয়াস আইয়ারের উইকেট। এরপরই ভারতের টেল এন্ডারদের দেখা পাওয়া গিয়েছিল। কিন্তু অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন কুলদীপ যাদবকে নিয়ে পেয়ে যান বড় জুটি। ভারতও ছাড়িয়ে যায় চারশো।
এই জুটি যখন প্রথম সেশনে হতাশা বাড়াচ্ছিল বাংলাদেশের তখন দরকার ছিল সাকিবের বোলিং। ফিল্ডিংয়ে থাকলেও বাংলাদেশ অধিনায়ক আর বল করতে আসেননি। দ্বিতীয় দিনে পুরো দল ৪৩.৫ ওভার বল করলেও সাকিব হাত ঘোরাননি একবারও।
দিনের খেলা শেষে দলের হয়ে কথা বলতে এসে হেরাথ জানান, চোটের কারণে বোলিং থেকে দূরে ছিলেন এই তারকা। তবে তাকে দ্বিতীয় ইনিংসে বল করতে দেখা যাবে, 'সে কিছুটা কাঁধের ব্যথায় ভুগছিল (তাই বল করেননি। আশা করছি দ্বিতীয় ইনিংসে সে বল করবে। সে ১০-১২ ওভার (১২-৪-২৬-০) বল করেছে এবং আমি নিশ্চিত দ্বিতীয় ইনিংসে বল করবে।'
এই টেস্টের আগে কাঁধ ও পাঁজরের চোটে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল সাকিবের। টেস্টের আগের দিন অনুশীলনে এসে স্ক্যান করাতে তাকে যেতে হয় হাসপাতালে। চোট সামলে খেলতে নামলেও সেরাটা পাওয়া যাচ্ছে না তার।
এদিন ব্যাট করতে নেমেও হতাশার ছবি দেখিয়েছেন সাকিব। দলের বিপর্যয়ে পাঁচে নেমে হাল ধরতে পারেননি এই তারকা। ২৫ বল খেলে ৩ রান করে আউট হয়েছেন কুলদীপ যাদবের বলে।
অধিনায়কের বাজে দিনে পুরো দলই আছে চরম বিপাকে। ভারতের ৪০৪ রানের জবাবে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ১০২ রানে পড়ে যায় ৮ উইকেট। দিনশেষে ৮ উইকেটে ১৩৩ রান করলেও ফলোঅন এড়াতেই এখনো চাই ৭২ রান।
Comments