কুলদীপের ৫ উইকেট, তৃতীয় দিনে ৭১ বল টিকল বাংলাদেশের ইনিংস

ম্যাচের লাগাম ছুটে গিয়েছিল আগের দিনই। শেষ দুই উইকেট নিয়ে ফলোঅন এড়ানো ছিল অনেক কঠিন। সেটা পারাও যায়নি। তবে দেড়শো রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ভারত নিজেরাই আবার ব্যাট করতে নেমেছে।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনে ৪৮ মিনিটে ঠিক ৭১ বল টিকতে পারে বাংলাদেশের শেষ দুই জুটি। ৫৫.৫ ওভারে সাকিব আল হাসানের দল আটকে যায় ১৫০ রানে। ভারতের ৪০৪ রান থেকে ২৫৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।
বাংলাদেশকে গুটিয়ে দিতে ৪০ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন রিষ্ট স্পিনার কুলদীপ।
ফলোঅন এড়াতে দরকার ছিল ৭২ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ শুরু করেন সতর্ক পথে। মিরাজকে কিছুটা ভরসা দিয়ে ইবাদত বল ঠেকাতে পারছিলেন। প্রথম চার ওভার পার করে দেওয়ার পর পঞ্চম ওভারে আঘাত।
কুলদীপের অনেক টার্ন করা বল বেরিয়ে যাচ্ছিল, ইবাদত তাতে ব্যাট লাগিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। তাকে আউট করে টেস্টে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার ধরেন কুলদীপ।
এগারো নম্বর ব্যাটার খালেদ আহমেদ ক্রিজে এসে সঙ্গ দিচ্ছিলেন মিরাজকে। এই জুটিও কিছুটা সময় ভুগিয়েছে ভারতকে। খালেদ টিকে গেলেও দিনের দ্বাদশ ওভারে মিরাজই হারান ধৈর্য। আকসার প্যাটেলের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন তিনি।
ম্যাচের এখন যা অবস্থা তাতে বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিতে যাচ্ছে ভারত। দ্বিতীয় ইনিংসে কত রান তুলে লোকেশ রাহুলরা ইনিংস ছেড়ে দেন প্রতীক্ষা করতে হবে সেই হিসেবের।
লাঞ্চের আগে ব্যাট করতে নেমে ভারত খেলছে সতর্ক হয়ে। ১৫ ওভার ব্যাট করে দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল তুলেছেন স্রেফ ৩৬ রান, তাদের লিড হয়ে গেছে ২৯০ রানের।
Comments