এমন দিনে লিটনও যখন বোলার

চা-বিরতি পর নেমেই দেখ গেল অন্যরকম দৃশ্য। আম্পায়ারের হাতে হ্যাট জমা দিয়ে বল ঘোরাচ্ছিলেন লিটন দাস। ম্যাড়ম্যাড়ে দিনে দর্শকদের জন্য যেন কিছুটা বিনোদনের খোরাক। টেস্টে প্রথম বার বল করলেন লিটন।
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ভারতের ৪০৪ রানের পর ১৫০ রানে গুটিয়ে ফলোঅনে পড়েও ভারতের সিদ্ধান্তে আবার ব্যাট করতে হয়নি। ভারত নিজেরা নেমে অনায়াসে ব্যাট করে বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে রানের বোঝা। শুক্রবার তৃতীয় দিনটি ক্রমেই হতে থাকে পানসে।
অধিনায়ক সাকিব আল হাসান ও ইবাদত হোসেন চোটের কারণে বল করতে না পারায় বাংলাদেশের পরিস্থিতি হয়ে যায় আরও কঠিন। নিয়মিত তিন বোলারের বাইরে তাই ইয়াসির আলি রাব্বিকে দিয়ে দ্বিতীয় সেশনে বল করায় বাংলাদেশ। শেষ সেশনের শুরুতে বল করতে আসেন লিটন।
টেস্টে প্রথমবার দুই ওভার বল করতে দেখা যায় তাকে। ডানহাতি অফ স্পিনে তার প্রথম ওভার থেকে চেতশ্বর পূজারা ও শুভমান গিল মিলে নেন স্রেফ ২ রান। তার পরের ওভার থেকে অবশ্য আসে ১১ রান। চার মারেন পূজারা, ছক্কায় উড়ান গিল।

টেস্টে প্রথমবার হলেও প্রথম শ্রেনীতে আগে বল করেছেন লিটন। তাও স্রেফ ১৮টি বল করার নজির আছে তার। এমনিতে উইকেটকিপার ব্যাটার হিসেবে পরিচিত লিটনের। দলের অন্যতম সেরা ব্যাটার হওয়ায় উইকেটকিপিং ছেড়ে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভারে ২ উইকেটে ১৯৮ রান করেছে ভারত। লিড ছাড়িয়ে গেছে সাড়ে চারশো রান।
Comments