নিরাপদে শেষ বিকেল পার করলেন দুই ওপেনার

Zakir Hasan & Nazmul Hossain Shanto
ছবি: ফিরোজ আহমেদ

ভারতের ছুঁড়ে দেওয়া পাহাড়সম লক্ষ্যে নেমে দিনের শেষ ভাগে অপেক্ষায় ছিল কঠিন চ্যালেঞ্জ। তবে এই সময়টা দলকে বিপদে পড়তে দেননি বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ৫১৩ রানের লক্ষ্যে নেমে  ১২ ওভার খেলে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ। ৪২ বলে তিন চারে ২৫ রান করে ক্রিজে আছেন  শান্ত, ৩০ বলে ১৭ করে অপরাজিত জাকির। বিশ্ব রেকর্ড গড়ে এই ম্যাচ জিততে বাংলাদেশের চাই আরও ৪৭১ রান। ম্যাচ বাঁচাতে হলেও সাকিব আল হাসানদের ব্যাট করতে হবে আরও দুই দিন।

প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে আগের দিনই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল স্বাগতিকরা। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনে নেবে ৪৮ মিনিটে যোগ করতে পারে আরও ১৭ রান। ১৫০ রানে গুটিয়ে ফলোঅনে পড়লেও ভারত নিজেরাই আবার ব্যাট করতে নামে।

শুভমান গিল ও চেতশ্বর পূজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান করে শেষ ঘণ্টায় ইনিংস ছেড়ে দেয় তারা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের।

পাহাড়সম বোঝা মাথায় নিয়ে নেমে শান্ত-জাকির পা হড়কাননি। খেলতে থাকেন সাবলীলভাবে। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়েছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে তাকে পাওয়া যায় ভিন্নভাবে। শেষ বিকেলের আলোতেও ভড়কে না গিয়ে থিতু হয়েছেন আত্মবিশ্বাস নিয়ে। ২৫ রান করতে পেরেছেন তিন চার।

অভিষিক্ত জাকিরের এবারের শুরুটাও ভালো। রবীচন্দ্রন অশ্বিনের বলে স্কয়ার কাট, সুইপ থেকে বাউন্ডারি বের করতে দেখা গেছে তাকেও। ১৭ রানে তিনিও মেরেছেন তিন চার।

চতুর্থ দিনের সকালের প্রথম সেশনটায় এই দুজনের কাছ থেকে এমন ব্যাটিংই দেখতে চাইবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Agent banking drives rural remittance boom

Bangladesh’s agent banking network is continuing to play a transformative role in the country’s financial system, especially through the channelling of remittances through agent outlets.

5h ago