শান্ত-জাকিরের রেকর্ড জুটিতে বাংলাদেশের দারুণ সেশন

Najmul Hossain Shanto & Zakir Hasan
ছবি: ফিরোজ আহমেদ

ভারতের রানের পাহাড়ের নিচে চাপা পড়ে কাবু হওয়ার পরিস্থিতির সামনে ছিল বাংলাদেশ। প্রায় অসম্ভব এক সমীকরণ সামনে নিয়ে কুঁকড়ে গেলেন না দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে দুজনের দৃঢ়তায় বাংলাদেশ পেয়েছে দারুণ শুরু। টেস্টে ভারতের বিপক্ষে এই প্রথম বাংলাদেশের কোন ওপেনিং জুটিতে দেখা মিলল শতরান।

৫১৩ রান তাড়ায় নেমে তৃতীয় দিন বিকেলে ১২ ওভার খেলে বিনা উইকেটে ৪২ রান তুলেছিল বাংলাদেশ। শনিবার চতুর্থ দিন সকালের সেশনেও অবিচ্ছিন্ন বাংলাদেশের ওপেনিং জুটি। লাঞ্চ বিরতির পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১১৯ রান। আরও পাঁচ সেশনে ম্যাচ জিততে স্বাগতিকদের চাই ৩৯৬ রান। করা চাই বিশ্ব রেকর্ড। সেটা অনেক দূরের পথ হলেও দুই ওপেনারের চোয়ালবদ্ধ লড়াই বাংলাদেশকে দিল স্বস্তি। 

চতুর্থ দিন প্রথম সেশনে খেলা হয়েছে ৩০ ওভার, বাংলাদেশের দুই ওপেনার তুলেছেন ৭৭ রান। ৬৪ রান নিয়ে ক্রিজে আছেন শান্ত, ৫৫ রানে ব্যাট করছেন জাকির। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে মাত্র দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোন ওপেনিং জুটি পেরুলো শতরান। এর আগে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৩ রানের জুটি গড়েছিলেন জাভেদ ওমর বেলিম ও নাফিস ইকবাল। তাদের জুটির রেকর্ডও হুমকির মুখে।।

nazmul hossain shanto

আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন বাংলাদেশের দুই ওপেনার। উইকেটে এত জুজু ছিল না, সেটা বুঝে নিলেন শান্ত-জাকির। খেলতে থাকলেন পরিস্থিতি বিচার করে।

এক পাশে পেসার, আরেক পাশে রবীচন্দ্রন অশ্বিনকে দিয়ে চালিয়ে গেল ভারত। অশ্বিনের কিছু বল লাফালো,কিছু বল টার্ন করল। তবে সেসব সামলানো খুব সমস্যার হয়নি শান্তদের।

শান্ত ছিলেন বেশি চনমনে। সহজেই বের করতে পেরেছেন রান। মোহাম্মদ সিরাজকে ড্রাইভ, পুলে সীমানা ছাড়া করেছেন। অশ্বিনের বলে সুইপ করে আদায় করেছেন রান। প্রথম ঘণ্টা অনায়াসে পার করে দেওয়ার পর ১০৮ বলে ফিফটি স্পর্শ করেন শান্ত। অভিষিক্ত জাকির কম স্ট্রাইক পেলেও শান্তকে দিয়ে গেছেন ভরসা। আলগা বল পেলে হিসাব বুঝে নিতে কোন  দ্বিধা করেননি।

আগের দিন ১২ ওভারের মধ্যে কেবল এক ওভার বল করেছিলেন কুলদীপ যাদব। প্রথম ইনিংসের হিরো চতুর্থ দিন প্রথম ঘণ্টাতেও করেন স্রেফ এক ওভার। দ্বিতীয় ঘণ্টায় তাকে আক্রমণে আনেন লোকেশ রাহুল। কিন্তু লাভ হয়নি। কুলদীপকে সামলে নিয়ে এগিয়ে যাচ্ছেন শান্ত-জাকির। ১৪৩ বল সামলে ৬৪ করতে ৭ চার মেরেছেন শান্ত। ১০৯ বল খেলে ৫৫ রান করতে জাকির মেরেছেন ৮ চার। 

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

10h ago