চোয়ালবদ্ধ দৃঢ়তায় লড়ছেন অভিষিক্ত জাকির

Zakir Hasan
দারুণ খেলছেন জাকির হাসান। ছবি: ফিরোজ আহমেদ

কোন উইকেট না হারিয়ে প্রথম সেশন পার করে দারুণ অবস্থায় ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতে দুই উইকেট হারালেও বাংলাদেশকে লড়াইয়ে রাখেন জাকির হাসান।  লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন অভিষিক্ত ওপেনার। তবে চা-বিরতির খানিক আগে বাজে শটে লিটন বিদায় নিলে ফের বেড়েছে চাপ।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ২৯ ওভার খেলে ৫৭ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ১৭৬ রান নিয়ে চা-বিরতিতে গেছে স্বাগতিকরা। চোয়ালবদ্ধ নিবেদন দেখিয়ে ৮২ রানে অপরাজিত আছেন জাকির। ১৯৫ বল সামলে ১১ চারে বড় কিছুর দিকে আছেন তিনি। ২ রান নিয়ে তার সঙ্গী মুশফিকুর রহিম। 

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশনে দুই ওপেনার দলকে টানছিলেন নিরাপদে। ৫১৩ রানের পাহাড়সময় লক্ষ্যের পিছু ছিটেও স্বস্তির সময় পার দিকে যাচ্ছিল বাংলাদেশ।  লাঞ্চের পর ফিরে মনোযোগ নড়ে  গিয়ে থাকবে নাজমুল হোসেন শান্তর। যেভাবে খেলছিলেন তাতে তাকে আউট করা মনে হচ্ছিল মুশকিল। সকাল থেকে অফ স্টাম্পের অবস্থান জেনে বল ছাড়ছিলেন, রেঞ্জের মধ্যে আলগা বল পেলে করছিলেন শায়েস্তা।

লাঞ্চের পর পঞ্চম ওভারে গিয়ে লড়াই থামান তিনি। পুরো ম্যাচে গড়পড়তা বল করে যাওয়া  উমেশ যাদবকে অনেকটা উইকেট উপহারই দিয়েছেন। স্লিপে ফিল্ডার দেখেও অফ স্টাম্পের অনেক বাইরের বল খোঁচা মেরে দেন। বিরাট কোহলি সেই ক্যাচ ছেড়ে দিয়েছিলেন, তার কাছে থাকা কিপার রিশভ পান্ত দারুণ রিফ্লেক্সে দুই দফার চেষ্টায় জমান ক্যাচ। ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৫৬ বলে ৬৭ রান করে ফেরেন শান্ত। 

তিনে নেমে ইয়াসির আলি এই ইনিংসেও ব্যর্থ। আকসার প্যাটেলের হালকা টার্ন করা বল লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে এই ব্যাটার করলেন ৫ রান।

শূন্য রানে বিদায় নিতে পারতেন লিটন। উমেশের অফ স্টাম্পের বাইরের বলে পরাস্ত হয়েছিল। পরে রিপ্লেতে দেখা যায় বল লেগেছিল তার ব্যাটে, ভারতের কেউই টের না পাওয়ায় আবেদন করেননি। লাঞ্চের আগে এভাবে বেঁচে গিয়েছিলেন জাকিরও। আকসারের বলে তার ব্যাট-প্যাড গলে যাওয়া ক্যাচ নিলেও আবেদন করেনি ভারত।

জাকির পরে আর ভুল করেননি। দেখাতে থাকেন প্রবল দৃঢ়তা, বল ছাড়ার বেলায় তাকে দেখা যায় সজাগ। লিটন শুরু থেকেই ভুগছিলেন। থিতু হতে তাই নেন লম্বা সময়। নিজেকে গুটিয়ে রেখে এগুনোর পথ আবার বদলে ফেলেন চা-বিরতির ঠিক আগে।

তাকে টেম্পারমেন্টের পরীক্ষায় কাবু করেন কুলদীপ যাদব। এই রিষ্ট স্পিনারের বল খেলতে ভীষণ সমস্যা হচ্ছিল লিটনের। ডিফেন্স করতে বারবার পরাস্ত হচ্ছিলেন, পরে নেন মেরে খেলার কৌশল। তাতেই ডুবেছেন এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৮০০'র বেশি রান করা ব্যাটার। কুলদীপের বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি সহজ ক্যাচে ধরা দেন মিড অনে। ৫৯ বলে ১৯ করে ফেরেন লিটন। এতে ভাঙে তৃতীয় উইকেটে ১১৩ বলে ৪২ রানের জুটি। 

Comments

The Daily Star  | English

Ishraque calls for immediate resignation of Asif Mahmud, Mahfuj Alam

He announced the sit-in protest would continue until demands were met

51m ago