লিটনের আউটের ধরনে সবচেয়ে হতাশ ডমিঙ্গো

চলতি বছর সব সংস্করণ মিলিয়ে দেশের হয়ে রেকর্ড রান করেছেন লিটন দাস। প্রথম বাংলাদেশি হিসেবে বছরে দুই হাজার রান করারও হাতছানি আছে। দলের সেরা ব্যাটার হওয়ায় ভারতের বিপক্ষে তাকে নামানো হয় চার নম্বরে। কিন্তু লিটন দুই ইনিংসেই করেছেন হতাশ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তার আউটের ধরণ নিয়ে কড়া সমালোচনা করলেন কোচ রাসেল ডমিঙ্গো।
প্রথম ইনিংসে সাবলীল শুরু পেলেও নিচু হওয়া একটি বলে বোল্ড হন লিটন। তার আগে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের সঙ্গে জড়িয়ে পড়েন তর্কে। এরপর বাংলাদেশের ইনিংসেও শুরু হয় ধস। প্রথম ইনিংসে দল গুটিয়ে যায় ১৫০ রানে।
৫১৩ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের শতরানের জুটির পর বাংলাদেশ ছিল স্বস্তির জায়গায়। মিডল অর্ডারে দলকে টেনে এগিয়ে নেওয়ার দায়িত্ব ছিল লিটনের।
চারে নেমে এবার তিনি ভুগতে থাকেন। থিতু হতে সময় নিলেও রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে পড়তে পারেননি। বারবার পরাস্ত হয়ে অস্থিরতায় ভুগতে দেখা যায় তাকে। ডিফন্সের ঘাটতি দূর করতে মারতে গিয়ে ডেকে আনেন বিপদ। চতুর্থ দিনের চা-বিরতির খানিক আগে ব্যাখ্যাহীন এক শটে মিড অনে তুলে দেন সহজ ক্যাচ। পরের সেশনে আবারও মিডল অর্ডারে নামে ধস।
রোববার ১৮৮ রানে হেরে আসার পর সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান লিটনের আউট নিয়ে নিজের হতাশা, 'লিটনের আউটে আমি খুব হতাশ হয়েছি। বিশেষ করে যে সময়ে সে আউট হয়েছে। চা-বিরতির ৬ মিনিট বাকি ছিল। তার মতোন একজন ভালো খেলোয়াড় যেভাবে আউট হয়েছে নিশ্চিয়ই সে নিজেও হতাশ হবে।'
বিশ্বের নাম করা ব্যাটারদের নাম উল্লেখ করে ডমিঙ্গো জানান লিটন বাংলাদেশের কাছে ততটাই দামি, 'বিরাট (কোহলি), (জো) রুট , (স্টিভেন) স্মিথ অথবা মারনাশ (লাবুশানে) তাদের উইকেট চা-বিরতির ঠিক আগে এভাবে ছুঁড়ে দেবে না। লিটন আমাদের জন্য তাদের মানের মতই ভালো।'
Comments