তরুণ জাকিরের দেখানো পথে এগুতে চায় বাংলাদেশ

Zakir Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রামে প্রথম ইনিংসেই মূলত ম্যাচ খুইয়ে বসেছিল বাংলাদেশ। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে স্রেফ ১৫০ রানে আটকে গিয়েছিল সাকিব আল হাসানের দল। দ্বিতীয় ইনিংসে দেখা যায় ভিন্নতা। অভিষিক্ত জাকির হাসান দারুণ সেঞ্চুরিতে দলকে কিছুটা লড়াইয়ে ফিরিয়েছিলেন। তার খেলার ধরণে মুগ্ধ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জাকিরের দেখানো পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি।

চট্টগ্রামে ভারতের ৪০৪ রানের জবাবে ১৫০ রানে আটকে চরম ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ফলোঅন না করিয়ে ভারত আরও ২৫৮ রান যোগ করে বাংলাদেশকে ৫১৩ রানের লক্ষ্য দেওয়ার পর দেখা মেলে জাকির ঝলকের। প্রবল চাপ সামলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে তিনি আনেন ১১৯ রানের জুটি।

দারুণ নিবেদন, টেম্পারমেন্টের পরীক্ষায় উৎরে তুলে নেন সেঞ্চুরি। ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির নজির হয়ে যায় এতে।

মিরপুরে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে চট্টগ্রামের মতো ভুল করতে চায় না বাংলাদেশ। এবার প্রথম ইনিংসটাকেই কাজে লাগাতে মরিয়া থাকতে চায় স্বাগতিকরা। বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডোনান্ড জানালেন সেক্ষেত্রে অনুকরণীয় হতে পারেন জাকির,  'দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আমাদের জন্য ব্লুপ্রিন্ট। তরুণ ছেলেটা সবাইকে চমকে দিয়েছে। জাকিরকে (হাসান) প্রথমবার আমি দেখি এই টেস্টে। তার মনোভাব আমার ভালো লেগেছে। দৃঢ়তা ছিল এবং আগ্রাসী মানসিকতা দেখিয়েছে। সে দেখিয়েছে কীভাবে সেরা বোলারদের খেলতে হয়। সে দলের মধ্যে সতেজ হাওয়া বয়ে নিয়ে এসেছে। নিজের উপর আস্থা ছিল তার।'

মিরপুরের উইকেট চট্টগ্রাম থেকে হতে পারে কঠিন। সাধারণ এখানে শুরু থেকেই সুবিধা পান স্পিনাররা। উইকেটে টার্ন থাকার পাশাপাশি বাউন্সের উঠা-নামাও থাকে। ডোনাল্ড তাই মনে করিয়ে দিলেন প্রথম ইনিংস এখানে আরও বেশি গুরুত্বপূর্ণ, 'টস জিতলে আশা করি ব্যাট করা হবে শুরুতে। ৩৫০ বা ৩৮০ রান যথেষ্ট হতে পারে এখানে। আমি জানি প্রথম ইনিংসের রানটা এখানে কত মূল্যবান। পিচ দেখে শুষ্ক মনে হচ্ছে, কাজেই প্রথম ইনিংস থেকে সুবিধা তুলে নিতে হবে।'

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

15m ago