বিপিএলে এবারও ডিআরএস আনতে পারছে না বিসিবি

বিপিএলের গত আসরে ডিসিশন রিভিউ সিষ্টেম (ডিআরএস) প্রযুক্তি আনতে পারেনি বিসিবি। পরে বিকল্প উপায়ে একটা সীমিত ব্যবস্থা রাখা হয়। যেটাকে অল্টারনেট ডিআরএস (এডিআরএস) নাম দিয়েছিল বিসিবি। এবারও পরিস্থিতি বদলালো না। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরে ডিআরএস থাকছে না।
শনিবার সন্ধ্যায় বিসিবি মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমকে এই বিষয়টি জানান বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, 'মাত্র ভারত সিরিজ শেষ হলো। ৬ তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু। ডিআরএসের ব্যাপারটা হলো, এটা এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে। বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল।'
গতবার শেষ মুহুর্তের সিদ্ধান্তে তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করতে হয়েছিল, সেকারণে ডিআরএস ব্যবস্থা করতে না পারার যুক্তি ছিল গ্রহণযোগ্য। এবার বিপিএলের দিন-তারিখ ঠিক হয়েছে বেশ আগে। এবার কেন তারা ভীষণ জরুরি এই প্রযুক্তি আনতে পারলেন না, এমন প্রশ্নে বিশ্বজুড়ে অনেকগুলো টুর্নামেন্টের ব্যস্ততার কথা জানান ইসমাইল, 'এই সময় সারা বিশ্বে সব জায়গায় খেলা হচ্ছে। এখন মূলত হক আই পাওয়া যাচ্ছে না। সাধারণত দুইটা কোম্পানি থাকে- হক আই ও ভার্চুয়াল আই। ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের ওখানে করে। হক আই যেহেতু দ্বিপক্ষীয় সিরিজে চুক্তিবদ্ধ থাকে, তাই শুধু এলিমিনেটরে (প্লে-অফ) আমরা আনতে পারব।'
বিপিএলের গেল আসর ডিআরএস ছাড়া শুরু পর কয়েকটি ম্যাচে আম্পায়ারিং নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্ক এড়াতে ঢাকা পর্বের প্রথম ধাপের খেলার পর চট্টগ্রাম থেকে বিকল্প ব্যবস্থা নিয়ে আসে বিসিবি। এডিআরএসে মূলত স্লো মোশন রিপ্লে দেখে টিভি আম্পায়ার দেন সিদ্ধান্ত। তবে এলবিডব্লিউর ক্ষেত্রে বলের গতিপথ অনেকটা ধারণার উপর থেকে দেখে সিদ্ধান্ত নিতে হয় তাদের। কট বিহাইন্ডে থাকে না এজ দেখার ব্যবস্থা, নির্ভর করতে হয় কেবল সাউন্ডের উপর।
Comments