রংপুর রাইডার্সকে এবার নেতৃত্ব দেবেন সোহান

এক আসর বিরতি দেওয়ার পর বিপিএলে ফেরা রংপুর রাইডার্সকে এবার নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি এবারের বিপিএলের জন্য বছরের প্রথম দিন থেকে শুরু করেছে অনুশীলন।
রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে নামে রংপুর। শুরুতেই তারা অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেছে। এরপর খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয় কিটস।
২০২২ সালের সর্বশেষ আসরে অংশ নেয়নি রাইডার্স। ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০১৯ সালে তাদের খেলা সর্বশেষ আসরে নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। এবার সোহান পেলেন সেই দায়িত্ব।
এবার বেশ শক্তিশালী দল বানিয়েছে রংপুর। পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ। শ্রীলঙ্কার পাথুম নিশানকা, জেফ্রি ভ্যান্ডার্সি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। দেশিদের মধ্যেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মাররা আছেন রংপুরের দলে।
৬ জানুয়ারি সন্ধ্যা সোয়া সাতটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স স্কোয়াড
সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক(পাকিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), হারিস রউফ(পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমুরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।
Comments