তামিমের সঙ্গে রসায়নে ভালো কিছু করতে চান সুজন

তারকাদের ছড়াছড়ি না থাকলেও আসন্ন বিপিএলে ভারসাম্যপূর্ণ দল গড়েছে খুলনা টাইগার্স। তামিম ইকবালের দল কোচ হিসেবে পেয়েছে অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব খালেদ মাহমুদ সুজনকে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের সঙ্গে বোঝাপড়াটাও দারুণ বিসিবি পরিচালক সুজনের। ফলে তামিমকে সঙ্গে নিয়ে বিপিএলে ভালো কিছু করতে চান তিনি।
গেল বছর ফরচুন বরিশালের কোচের দায়িত্ব সামলেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুজন। ফাইনাল পর্যন্ত নিয়েও গিয়েছিলেন দলকে। কিন্তু হাতের মুঠোয় থাকা ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানের হারের আক্ষেপে পুড়তে হয় সাকিব আল হাসানের বরিশালকে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে ধরে রাখলেও কোচ হিসেবে সুজনকে এবার রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে সুযোগ বুঝে খুলনা ঠিকই দলে টেনেছে তাকে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেন, 'অবশ্যই, সাকিবের সঙ্গে অনেক বছর কাজ করেছি। বিপিএলে ঢাকা ডায়নামাইটস (থেকে শুরু করে) শেষ বছর বরিশাল পর্যন্ত। এবার হয়তো ওখানে (থাকার) ভাগ্য ছিল না। খুলনা ভেবেছে, তাদের জন্য আমি সুইটেবল (উপযুক্ত), তাই তারা আমাকে নিয়েছে। আমি চেষ্টা করব আমার বেস্ট শট (সেরা প্রচেষ্টা) দিতে, এখানে সেরা কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য। তামিমের সঙ্গে রসায়ন ভালো। আমি চেষ্টা করব দুজনে মিলে ভালো কিছু করার।'
বিপিএলে নিজেকে পুরোপুরি পেশাদার কোচ মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, 'বিপিএলে তো আমি প্রফেশনাল (পেশাদার)। সুতরাং, যারা আমাকে মনে করে আমার কাজ ভালো, তাদের সঙ্গে কাজ করাই ভালো। তামিমের সঙ্গে তো নতুন না। ছোটবেলা থেকেই অনেক কাজ করেছি। তামিমের সঙ্গেও আমার রসায়ন খুব ভালো। টিম গঠন ও ফরেন (বিদেশি খেলোয়াড়) নেওয়ার ক্ষেত্রে তামিমের সঙ্গে আলোচনা করেই সব হয়েছে এবং আমাদের কোথায় কাজ করতে হবে সেটা নিয়েও কাজ করেছি।'
কাগজে-কলমে সেরা দল না হলেও দলীয় কম্বিনেশন নিয়ে সন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে, 'আমরা দল হিসেবে খারাপ না। ফাইটিং (লড়াকু) একটা দল। ইয়ং (তরুণ) ক্রিকেটার আছে। সেটা খুব ভালো যেটা আমি নিজেও পছন্দ করি। অভিজ্ঞ ক্রিকেটারও আছে। তামিম, ইয়াসির (আলি রাব্বি), (মোহাম্মদ) সাইফউদ্দিন। ফরেনও (বিদেশি) ভালো। ওয়াহবও (রিয়াজ) আসবে। ভালো কম্বিনেশন। আমি বলব না যে আমরা কাগজে-কলমে সেরা দল। বাট কম্পিটেটিভ সাইড (প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো দল) আমি বলব।'
সুজনের লক্ষ্য দলকে শিরোপা জেতানোর, 'বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে। সেজন্য আমি এখানে এসেছি।'
চোটের কারণে বাংলাদেশের সবশেষ ভারত সিরিজে খেলতে পারেননি বাঁহাতি ওপেনার তামিম। তিনি সেরে উঠেছেন বলে নিশ্চিত করেন খুলনা কোচ, 'তামিম রিকোভারস (সেরে উঠেছে) ভেরি ওয়েল (খুব ভালোমতোই)। ভালোভাবে নেটে ব্যাটিং করেছে গত দুদিন। আমিও বলেছি ওকে একটু ধীর গতিতে এগোতে। যেহেতু আমাদের খেলা ৭ তারিখে (জানুয়ারি)। আজ মাত্র ৩ তারিখ। আমরা কাল একটা অনুশীলন ম্যাচ খেলব। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। হি ইজ ফিট (সে ফিট), রেডি টু গো (খেলার জন্য প্রস্তুত)।'
Comments