'সাকিব তো প্রিমিয়ার লিগের অনেক ম্যাচ খেলে না, বিপিএল ঠিকই খেলে'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) নানা অনিয়ম নিয়ে বিধ্বংসী সব মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। তাতে বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিবকেও পাল্টা আক্রমণ করেছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের সমালোচনা করলেও সাকিব কখনোই বিপিএলের কোনো ম্যাচ মিস করেননি বলে জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) নানা অনিয়ম নিয়ে বিধ্বংসী সব মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। তাতে বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিবকেও পাল্টা আক্রমণ করেছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের সমালোচনা করলেও সাকিব কখনোই বিপিএলের কোনো ম্যাচ মিস করেননি বলে জানান তিনি।

শুক্রবার সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। এ ম্যাচ শেষে বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কমিটি। সেখানে নানা আলাপকালে উঠে আসে সাকিব প্রসঙ্গ। তাতে পাল্টা তোপ দাগান বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব।

'আমিতো দেখি প্রিমিয়ার ডিভিশনে অনেক ম্যাচ খেলে নাই, কিন্তু আজ পর্যন্ত বিপিএলে তো কোনো ম্যাচ মিস করে নাই। ওকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে ওতো প্রিমিয়ার ডিভিশনের অনেক ম্যাচ খেলে নাই। বলতেছে যে প্রিমিয়ার ডিভিশনের চেয়ে এটা আমাদের খারাপ। কিন্তু আমি তো দেখি বিপিএলের কোনো এডিশনে কোনো খেলা ও বাদ দেয় নাই। প্রিমিয়ার ডিভিশন তো ও অনেক সময় খেলে না,' বলেন মল্লিক।

মূলত বিপিএলের সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগের তুলনা করেছিলেন সাকিব। তাতে প্রিমিয়ার লিগকে অনেক এগিয়ে রেখেছিলেন এ অলরাউন্ডার। মল্লিকের আপত্তি এখানেই। দুটি টুর্নামেন্টের এই তুলনা পছন্দই নয় তার, 'ঢাকা প্রিমিয়ার লিগে আমি একটা দল চালাই। সেখানে আমি জানি স্পন্সর আনাটা কতোটা কষ্টকর। কেউতো ৫০ লাখ টাকাও দিতে চায় না।'

এছাড়াও সিইওর দায়িত্ব পেলে এক মাসের মধ্যেই না অব্যবস্থাপনায় জর্জরিত এই বিপিএলকে ঠিক করে দেওয়ার প্রত্যয় দেখিয়েছিলেন সাকিব। তার এমন মন্তব্যে তাকে তাকে স্বাগত জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। আগামী মৌসুমেই বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে শেখ সোহেল বলেন, 'সাকিব আগ্রহ প্রকাশ করেছে, আমি প্রথমে সাকিবকে ওয়েলকাম জানাই। ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়। ও আগ্রহ প্রকাশ করেছে। গভর্নিং কাউন্সিলে তাকে আসার জন্য ওয়েলকাম জানাই। ও যদি চায় সামনের বছর এসে দায়িত্ব পালন করুক। আমরা তাকে ধন্যবাদ জানাই সে সিইও হিসেবে আসতে চায়। পরবর্তী বছরে সে সিইও হিসেবে আসুক।'

বিসিবি থেকে কতোটা স্বাগত জানানো হবে জানতে চাইলে বলেন, 'অবশ্যই ওয়েলকাম করবো। পারলে তো এখনই… এখনতো সে খেলতেছে। এখনতো সে খেলা ছেড়ে আসতে পারবে না। সে পরের বছরে চলে আসুক।'

গত বুধবার তোপ দাগিয়ে সাকিব বলেছিলেন, 'আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয় বিপিএলের আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে খুব বেশি হলে। দুই মাসও লাগার কথা না। দুই মাস অনেক দূরের কথা বলছি। নায়ক সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।'

Comments

The Daily Star  | English
electoral irregularities

EC allows 29 more local observers to monitor polls

The Election Commission today allowed 29 more local observers to monitor the upcoming national election

37m ago