এখনও অনেক রান করা বাকি জাকেরের
চলতি বছরটা দুর্দান্ত কাটছে জাকের আলী অনিকের। বিশেষকরে প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে দূর্বার এ উইকেটরক্ষক-ব্যাটার। সে ধারা ধরে রেখেছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও। সোমবার সিলেট সিক্সার্সের বিপক্ষে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টরিয়ান্সের এ তরুণ। তবে এটা কেবল শুরু, আরও অনেক রান বাকি রয়েছে বলেই প্রত্যয় প্রকাশ করেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে ৫৭ রানের হার না মানা এক ইনিংস খেলেন জাকের। ৪৩ বলের ইনিংসটি সাজাতে ২টি চার ও ৩টি ছক্কা মেরেছেন এ ব্যাটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হলেও বিপিএলে এটাই প্রথম হাফসেঞ্চুরি তার।
এমন ইনিংস খেলে তৃপ্ত কি-না জানতে চাইলে এ তরুণ বলেন, 'আর স্যাটিসফাই হবার কথা বললেন... না, ভাইয়া। এখনো আমার মনে হয় অনেক রান করা বাকি আছে। দলকে জেতানোটা গুরুত্বপূর্ণ। আমি যদি আরেকটু স্ট্রাইক রেটটা বাড়িয়ে যেতে পারতাম, আরও দুইটা ছয় বেশি মারতে পারতাম তাহলে হয়তো বা দলের জন্য বেশি ভালো হত।'
জাকেরের ব্যাটে চড়েই এদিন সিলেটকে ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কুমিল্লা। তবে শেষ পর্যন্ত টিকে থাকলেও শেষদিকে রানের গতিটা বাড়াতে পারেননি তিনি। ১৬তম ওভারে শেষ বাউন্ডারি মেরেছিলেন তিনি। শেষ চার ওভারে তার কাছ থেকে আসেনি কোনো বাউন্ডারি। ম্যাচও হারতে হয়েছে তাদের। তাই কিছুটা আক্ষেপ থাকছেই তার।
তবে বিপিএলের প্রথম হাফসেঞ্চুরি পাওয়ায় বেশ খুশি জাকের, 'আসলে ভাই, প্রথম ফিফটি (বিপিএলে) অনেক ভালো লাগছে। তবে ম্যাচ জিতলে আরও ভালো লাগতো। আমরা তো ম্যাচ জেতার জন্যই খেলি। তো আমার মনে হয় আমার ফিফটি টা কাজে লাগত যদি আমরা জিততে পারতাম।'
এইচপি ও বাংলাদেশ এ দলের হয়ে সাম্প্রতিক সফরগুলোতে আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান এ তরুণ, 'এ দলের খেলা ছিল, তারপরে আমি টাইগার্সের ক্যাম্প ছিল, ওয়েস্ট ইন্ডিজে ট্যুর করেছি। অনেকগুলো ট্যুর করাতে আমি আত্মবিশ্বাসটা অনেক পেয়েছি। বিশেষ করে ভারত সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমার খুব কাজে দিয়েছে। সিরিজগুলোতে ভালো খেলায় আমার সাহস বেড়েছে। প্রথম শ্রেণিতে আমি সহজেই ট্যাকল দিতে পেরেছি এবং বড় রান করতে পেরেছি।'
Comments