খুবই অপ্রত্যাশিত যে এত ভালো পিচ পাচ্ছি: সাকিব

শৈত্যপ্রবাহের প্রভাবে প্রথম দুই দিন কিছুটা সমস্যা থাকলেও পরে বেশ ভালো হয়ে যায় উইকেট, দেখা মিলে বড় রানের। উইকেটের এমন উন্নতিতে রীতিমতো অবাক সাকিব আল হাসান।
Shakib Al Hasan
ব্যাটিংয়ে সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আগের ইতিহাস মাথায় রেখে ক্রিকেটাররা ধরেই নিয়েছিলেন মিরপুরের উইকেট থাকবে ব্যাটসম্যানদের যম, রান করতে ভুগতে হবে বিস্তর। শৈত্যপ্রবাহের প্রভাবে প্রথম দুই দিন কিছুটা সমস্যা থাকলেও পরে বেশ ভালো হয়ে যায় উইকেট, দেখা মিলে বড় রানের। উইকেটের এমন উন্নতিতে রীতিমতো অবাক সাকিব আল হাসান। মাশরাফি বিন মর্তুজার মতো প্রশংসা ঝরল তার কণ্ঠেও।

বিপিএলে ঢাকায় প্রথম ধাপে চার দিনে হয়েছে ৮ ম্যাচ। শুক্রবার থেকে খেলা হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

৮ ম্যাচের মধ্যে ১৯৪ রান তাড়া করে জিততে দেখা গেছে সিলেট স্টাইকার্সকে। দলটি সর্বশেষ ম্যাচে পেয়েছে দুইশো রানের দেখাও। রাতের বেলায় শিশিরের কারণে উইকেটে  ব্যাটারদের সুবিধা দেয় স্বাভাবিক, তবে দিনের ম্যাচগুলতেও ১৬০ রানের পুঁজি নিরাপদ হচ্ছে না। প্রথম ধাপে দুই সেঞ্চুরির দেখাও পাওয়া গেছে। সাকিব নিজেও প্রথম ম্যাচে পান ঝড়ো ফিফটি।

বুধবার রাজধানীতে একটি কোম্পানির দূত হওয়ার অনুষ্ঠানে হাজির হয়ে উইকেট নিয়ে প্রশংসা করেন ফরচুন বরিশাল অধিনায়ক, 'এ বছর পিচ অনেক ভালো। মিরপুরে খুবই অপ্রত্যাশিত যে এত ভালো পিচ পাচ্ছি। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়, সে কারণে এত বেশি রান হচ্ছে এবং মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে, উত্তেজনাময় হচ্ছে।'

উইকেটের পরিস্থিতি ভালো হওয়ার প্রভাব পড়ছে দেশি ব্যাটারদের খেলায়। স্টাইকার্সের নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়দের নাম ধরে প্রশংসা করলেন তিনি, 'অনেকেই ভালো খেলছে, ধারাবাহিকভাবে আপনি যদি দেখেন শান্ত, জাকির, হৃদয় খুবই ভালো খেলছে এবং অন্যান্য দলের খেলোয়াড়রাও ভালো করছে৷ সব থেকে ভালো দিক হচ্ছে, স্থানীয় ব্যাটাররা এবার ভালো রান করছে। আমাদের জন্য খুবই ভালো একটা দিক।'

'অনেক কৃতিত্ব দিতে হয় পিচকে, কারণ পিচগুলো ভালো পাওয়া যাচ্ছে, এ কারণে আমার মনে হয় দেশীয় ব্যাটারদের রান করার সুযোগটা বাড়ছে এবং তারা সেটাকে কাজে লাগাচ্ছে।'

ব্যাটারদের ভালো করার মাঝে অন্ধকার দিকও আছে। ভালো উইকেটের চ্যালেঞ্জ সামলানোর অভ্যাস না থাকায় ভুগছেন বোলাররা। সেই জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছেন সাকিব, 'দেশের ব্যাটাররা রান করছে এটা একটা ভালো দিক। কিন্তু আমাদের দেশের বোলাররা ওরকম ভালো বল করছে না। এরকম ভালো পিচে কীভাবে বল করতে হয়, ওটা শিখতে হবে।'

Comments