বিপিএলে খেলতে হেলিকপ্টারে করে চট্টগ্রামে রিজওয়ান
তখন সময় বেলা পৌনে ১টা বেশি। ম্যাচ শুরু হতে তখন পৌনে এক ঘণ্টাও বাকি নেই। ঠিক সে সময়ে দলের সঙ্গে যোগ দিলেন পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান। পাকিস্তান থেকে ঢাকায় ফেরার পর হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম আসেন ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা এ ক্রিকেটার।
শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশেই অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে হেলিকপ্টার থেকে নামেন রিজওয়ান। বিপিএলে এবার কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলবেন এ পাকিস্তানি।
অথচ আগের দিন শুক্রবার করাচীতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরেন রিজওয়ান। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে খেলতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
আজ সকাল ১২টায় হজরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন রিজওয়ান। জানা গেছে বিমান ঢাকায় পৌঁছানোর কথা ছিল আরও দুই ঘণ্টা আগেই। তবে বিশেষ কারণে ফ্লাইট দেরি হয়। তবে বিমানবন্দরে আগেই হেলিকপ্টারের ব্যবস্থা করে রেখেছিল কুমিল্লা।
রিজওয়ানকে একাদশে রেখেই ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা। কদিন আগেই দলে যোগ দিয়েছিলেন স্বদেশি হাসান আলী। একাদশে রয়েছেন তিনিও।
ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে অন্যতম সেরা খেলোয়াড় রিজওয়ান। বর্তমানে আছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। ২০২১ সালে ইতিহাসের প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার রানেরও বেশি।
Comments