খেলার আগে অসুস্থ হয়ে অকালে চলে গেলেন ভারতীয় ক্রিকেটার

Sidharth Sharma

মাত্র এক মাস আগে ক্যারিয়ারে দারুণ সময় এসেছিল সিদ্ধার্থ শর্মার। প্রথম শ্রেণীতে প্রথমবার নিয়েছিলেন ৫ উইকেট। আরেকটি ম্যাচে নামার আগে আচমকা অসুস্থ হয়ে দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর মারা গেলেন মাত্র ২৮ বছর বয়েসী পেসার।

শনিবার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা সিদ্ধার্থের মৃত্যুর কথা জানিয়েছে। গত ২০ ডিসেম্বর হিমাচলের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলার বিপক্ষে ৫ উইকেট নেন সিদ্ধার্থ। প্রথমবার প্রথম শ্রেণীতে দেখা পান ৫ উইকেটের। নির্মম সত্য এই ম্যাচটিই সিদ্ধার্থের জীবনের শেষ ম্যাচ হয়ে থাকল।

হিমাচল প্রদেশ ক্রিকেট  সংস্থার সচিব অবনীশ পারমার গণমাধ্যমকে জানিয়েছেন, বারোদার বিপক্ষে খেলার আগে অসুস্থ হয়ে যান সিদ্ধার্থ। হাসপাতালে নেওয়ার পর জানা যায় তার শরীরে  ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে। এতে দ্রুতই বিকল হতে থাকে শরীরের বিভিন্ন অঙ্গ।

গত ২০-২৩ ডিসেম্বরে ইডেনের ম্যাচে প্রথম ইনিংসে ৬৯ রানে ৫ উইকেট নেন সিদ্ধার্থ। পরের ইনিংসে নেন ২ উইকেট ৫৩ রানে। ২০১৭ সালে ইডেন গার্ডেন্সেই বাংলার বিপক্ষে অভিষেক হয়েছিল এই পেসারের।

হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সাবেক প্রধান ও  আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানান সিদ্ধার্থকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান তারা, 'সে সুস্থই ছিল। রঞ্জিতে দুই ম্যাচে দারুণ খেলেছে। বারোদার বিপক্ষে খেলার আগে অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় জানা যায় ক্রিয়েটিনিন অনেক উঁচুতে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।'

'তার অবস্থার নিয়মিত খোঁজ রাখছিলাম আমরা। হাসপাতালে একটা পর্যায়ে উন্নতিও হচ্ছিল, আশা বাড়ছিল। কিন্তু মাল্টি অর্গ্যান ফেইলিউর হয়ে যায়। হিমাচলের খুবই সম্ভাবনাময় ক্রিকেটার ছিল সে। পরিবারের অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। তাকে বাঁচানো গেল না।'

Comments

The Daily Star  | English

Trump won't say if US will strike Iran, but says it's 'late to be talking'

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago