সাকিব ভাই বলেছিলেন, এটা আম্পায়ার্স কল: অনিক
তৃতীয় আম্পায়ার তখনও তার সিদ্ধান্তের কথা জানাননি। কিন্তু জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখেই উল্লাস শুরু করে দেন সাকিব। তার সঙ্গে তার সতীর্থরাও। আম্পায়ার যে আউট দিবেন তাতে নিশ্চিত ছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক।
ডিআরএস না থাকায় সিদ্ধান্ত নিতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আম্পায়ারদের। আর মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত নিতে ভুল করতেই পারেন। কিন্তু টিভি ক্যামেরার সামনে বসে রিপ্লে দেখে কেন ভুল করছেন তৃতীয় আম্পায়াররা। ডিআরএস না থাকলেও বল কোথায় পড়েছে কিংবা ইমপ্যাক্ট কোথায় তা যাচাই করতে পারছেন তারা।
ঘটনাটি ঘটে কুমিল্লা ভিক্টরিয়ান্সের ইনিংসের ১৪তম ওভারে। চ্যাডউইক ওয়ালটন আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন জাকের আলী। ইফতেখার আহমেদের করা বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন এ ব্যাটার। মাঠের আম্পায়ার আঙুল তুললে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন তিনি। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল পড়েছিল লেগ সাইডের বাইরে। কিন্তু অবিশ্বাস্যভাবে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ারও।
সে আউটের কারণে টানা দুটি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কুমিল্লা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। খুশদিল শাহ ও মোসাদ্দেক হোসেন কিছুটা চেষ্টা চালালেও হারতে হয় ১২ রানে।
ম্যাচ সেরা হয়েও এদিন সংবাদ সম্মেলনে আসেননি সাকিব। পাঠিয়েছেন কাজী অনিককে। তার কাছেই জানতে চাওয়া হয় বিষয়টি নিয়ে। উত্তরে অনিক বলেন, 'আমার আসলে এসব বিষয়ে অভিজ্ঞতা নেই। সাকিব ভাই দেখতেছিলেন...'
'আম্পায়ার যখন দেখতেছিলেন পিচিং অলমোস্ট আউটসাইড, আবার টাচ করতেছিল। তো অলমোস্ট আউটের মতো, মানে আম্পায়ার্স কল ছিল ওইটা। তখন সাকিব ভাই বলতেছিলেন, মিরাজও বলতেছিল, 'হ্যাঁ এটা আউট। এটা আম্পায়ার্স কল,' বলেন এ পেসার।
Comments