এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না: সাকিব

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টি ক্রিকেটটা এশিয়া কাপে একদম নতুন আদলে শুরু করতে চায় বাংলাদেশ। গলা চড়িয়ে এই কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জিম্বাবুয়ে সফরের আগেও অবশ্য শোনা গিয়েছিল এই কথা। এই একই কথা শোনা আগে আরও আগেও একাধিকবার। টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বললেন, এই শুরুর শেষ আছে কিনা তারও জানা নেই।

টি-টোয়েন্টিতে শুরু থেকেই অধারাবাহিক বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের খেলার  ধরণ নিয়ে বরাবরই প্রশ্নের মুখে পড়ে দল। একেকটি আসরে ব্যর্থতার পর নতুন শুরুর কথা বলা হয়। কিন্তু বাংলাদেশ দল হাঁটে পুরনো পথেই।

সোমবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়, এই শুরু নিয়ে তার চিন্তা আসলে কি? জবাবে টি-টোয়েন্টি অধিনায়ক রাখঢাক না রেখেই প্রকাশ করে দেন নিজের হতাশা, 'ব্যর্থতা চিহ্নিত করে অস্বীকার করার কিছু নেই। এটা অবশ্যই করে (ব্যর্থতা দেখিয়ে দেয়)। আর এটা আমরা শেষ বারের মতো শুনছি কিনা সেটাও একটা প্রশ্ন। এরপরও আবার শুনতে হতে পারে, আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না। আমরা যদি চেষ্টা না করি কখন জানতে পারব। চেষ্টা করাটাও জরুরী।'

নতুন শুরুর তোড়ে এবার অধিনায়কত্ব ও কোচিং প্যানেলে বদল এনেছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহকে সরিয়ে টি-টোয়েন্টিরও দায়িত্ব পেয়েছেন সাকিব। টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রাখা হবে কেবল ওয়ানডে ও টেস্টে। এতগুলো বদল ও নতুন শুরুর বার্তা কতটা মাঠের ক্রিকেটে ফলদায়ক হয় তা দেখা যাবে এশিয়া কাপে।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago