‘পাকিস্তানের বিপক্ষে কার্তিককে একাদশে রাখা উচিত’

Dinesh Karthik
দীনেশ কার্তিক। ফাইল ছবি: পিটিআই

দুর্দান্ত আইপিএল পার করার পর ভারতীয় দলের হয়েও জুতসই পারফর্ম করে চলেছেন দীনেশ কার্তিক। তবে স্কোয়াডে থাকলেও এশিয়া কাপে তার একাদশে ঠাঁই হবে কিনা তা নিয়ে থাকছে ধোঁয়াশা। কিন্তু সাবেক পাকিস্তানি অধিনায়ক সালমান বাট মনে করেন কার্তিকের জায়গা নিয়ে প্রশ্ন উঠাই উচিত নয়।

ভারতের একাদশে জায়গা পাওয়া নিয়ে আছে তুমুল লড়াই। ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যানদের স্কোয়াডেই জায়গা হয়নি। স্কোয়াডে থাকলেও খেলা অনিশ্চিত দীপক হুডার।

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল, এরপর বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে সংশয় নেই। সাত নম্বরে রবীন্দ্র জাদেজাও নিশ্চিত। ছয় নম্বরে কে খেলবেন? রিশভ পান্ত নাকি কার্তিক। নাকি দুজনকেই একাদশে রেখে একজন বোলার কম খেলাবে ভারত?

কঠিন এই সিদ্ধান্ত নিতে হবে রোহিতদের। তবে বাটের মতে ফিনিশিংয়ে ভারতের সেরা অস্ত্র হতে পারেন কার্তিকই। ২৮ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে এই কিপার ব্যাটসম্যানের পক্ষেই আছেন তিনি, 'তাকে (কার্তিক) অবশ্যই খেলানো উচিত। সে টপ পারফরম্যান্স করছে। ফিনিংশিংয়ের কাজটা দারুণভাবে করছে। তার স্ট্রাইকরেট টপ ক্লাস। আমার মনে হয় এই পজিশনে স্ট্রাইকরেটের দিক থেকে সে বিশ্বের সেরা তিন-চারজনের একজন ব্যাটার। সে ফিট, সে পারফর্ম করছে। তাকে না খেলানোর কোন কারণ থাকতে পারে না।'

২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ২৮ অগাস্ট মাঠে নামবে ভারত-পাকিস্তান। 'এ' গ্রুপ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই নিয়ে ইতোমধ্যে চলছে নানা সমীকরণ।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago