‘সাকিবের টি-টোয়েন্টি চিন্তা খুব আধুনিক’

Shakib Al Hasan & Sridharan Sriram

শ্রীধরন শ্রীরাম তার শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেন ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে। এর আরও দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে আগমন সাকিব আল হাসানের। খেলোয়াড় হিসেবে মুখোমুখি দেখা হয়নি দুজনের। তবে কোচ শ্রীরাম প্রতিপক্ষ দলের খেলোয়াড় হিসেবে অনেকবারই পেয়েছেন সাকিবকে। আর তাতেই চিনে নিয়েছেন বাংলাদেশের শীর্ষ তারকার ক্রিকেট দর্শন।

আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং প্যানেলে নিয়মিত মুখ শ্রীরাম। ছিলেন অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে। দুই জায়গাতেই সাকিবকে একাধিকবার সামলানোর পরিকল্পনা করতে হয়েছে তাকে।

এবার সাকিবকে একই দলে পাচ্ছেন এই ভারতীয় কোচ। টি-টোয়েন্টিতে  বাংলাদেশের নতুন টেকনিক্যাল পরামর্শক এই ভূমিকায় প্রথম সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসালেন সাকিবকে, দুজনের চিন্তার তরঙ্গেও মিল দেখছেন তিনি,   'সাকিবকে নেতৃত্ব দেয়া দারুণ সিদ্ধান্ত। আমি সাকিবকে আগে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি এই প্রথম আমি ওকে একই দলে পেলাম। আমার মনে হয় সাকিবের টি-টোয়েন্টি নিয়ে চিন্তা খুবই আধুনিক, ডায়নামিক ও যুগপোযুক্ত। ওর সঙ্গে আমার সব চিন্তা মিলে গেছে।'

দলে যোগ দিয়ে অল্প কদিনের মাঝেই শ্রীরাম বুঝে গেছেন দলের ক্রিকেটারদের কাছে সাকিবের প্রভাব, ' যে তরুণ দলটি সে পেয়েছে তা এক কথায় অসাধারণ। ওরা সাকিবকে সম্মান করে, ওর কাছ থেকে সব কিছু জানতেও পারে। এটা সাকিবের দারুণ একটা গুণ যে ওকে সবাই সম্মান করে সিনিয়র হিসেবে এবং তাকে আবার বন্ধু হিসেবেও পায়।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago