ওয়াসিম জুনিয়রের চোটে কপাল খুলল হাসান আলির

Hasan Ali
হাসান আলির ফিল্ডিং অনুশীলন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

শুরুতে ঘোষিত পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন হাসান আলি। তবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র চোট পেয়ে ছিটকে যাওয়ায় কপাল খুলল তার। এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত হলেন তিনি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াসিমের বদলি হিসেবে হাসানকে স্কোয়াডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেজন্য এশিয়া কাপের আয়োজকদের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। এখন পর্যন্ত ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৬০ উইকেট। তবে তার ইকোনমি রেট তুলনামূলক বেশি, ৮.৩৫।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ডানহাতি পেসার হাসানের ফর্ম ভালো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ম্যাথু ওয়েডের ক্যাচ ছেড়ে দেন তিনি। পরে সেই ওয়েডই ফাইনালে তোলেন অজিদের। ওই বিশ্বকাপে বল হাতেও হাসান ছিলেন মলিন। ৬ ইনিংসে বল করে ৪১.৪০ গড় আর ৯ ইকোনমি রেটে তিনি নিতে পারেন মাত্র ৫ উইকেট।

এশিয়া কাপে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছে পাকিস্তান। সেখানকার আইসিসি একাডেমিতে অনুশীলন করতে গিয়ে গত বুধবার পিঠের মাংসপেশিতে ব্যথা অনুভব করেন ওয়াসিম। এরপর এমআরআই স্ক্যান করানো হয় ২১ বছর বয়সী তরুণ ডানহাতি পেসারের। ফল হাতে আসার পর জানা গেছে, এশিয়া কাপে খেলতে পারছেন না ওয়াসিম।

এর আগে চোটের কারণে পাকিস্তানের এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার পরিবর্তে জায়গা পেয়েছেন মোহাম্মদ হাসনাইন। এবার ওয়াসিমও মাঠের বাইরে চলে যাওয়ায় নিঃসন্দেহে আরেকটি বড় ধাক্কা খেল পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির, মোহাম্মদ কাদির।

Comments

The Daily Star  | English
Hilsa fish production in Bangladesh

Hilsa: From full nets to lighter hauls

This year, fishermen have been returning with lesser catches and bigger losses.

12h ago