‘মাঠেই প্রমাণ হবে কারা ভালো’, শানাকাকে মিরাজের জবাব

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র ১০৫ রানে গুটিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটি দুই দলের জন্যই হতে পারে বাঁচা-মরার লড়াই।
Mehedi hasan Miraz
ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে যাওয়ার পর এক মন্তব্য রীতিমতো তুমুল আলোচনার জন্ম দিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। আফগানিস্তানের তুলনায় বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ বলেছেন তিনি। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া আর বাংলাদেশের আর বিশ্বমানের বোলার নেই বলেও মত তার। এই প্রসঙ্গে অলরাউন্ডার  মেহেদী হাসান মিরাজ বললেন, কারা ভালো সেই প্রমাণ মাঠেই দিতে মুখিয়ে আছেন তারা।

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র ১০৫ রানে গুটিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। 'বি' গ্রুপে তাদের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটি দুই দলের জন্যই হতে পারে বাঁচা-মরার লড়াই।

সেই লড়াইয়ের আগে শানাকা আফগানদের থেকে শক্তিতে বাংলাদেশকে পিছিয়ে রাখার কথা জানান, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। কিন্তু যখন বাংলাদেশের বেলায় আসি...আমরা জানি ফিজ (মোস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব বিশ্বমানের। এদের বাদ দিলে তাদের দলে বিশ্বমানের বোলার নেই। এই কারণে আমার মনে হয় আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে।'

রোববার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এই ব্যাপারে প্রশ্ন করা হলে এই অলরাউন্ডার মাঠেই জবাব দেওয়ার কথা জানান,  'ভালো খারাপ এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। দেখেন একটা ভালো দল মাঠে

খারাপ খেললে অবশ্যই ম্যাচ হেরে যায়, আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়।  মাঠে পরিচয় হবে কারা ভালো, কারা খারাপ। যারা ভাল খেলবে দিনশেষে তারাই ম্যাচ জিতবে।'

'আমি বলতে  চাই না যে এই দল ভাল, ওই দল খারাপ। আমি যে জিনিস ফলো করি মাঠে ভাল ক্রিকেট খেলতে চাই। আমরা মাঠে প্রমাণ দিতে চাই। সেটা দিতে পারলে সবাই জানবে আমরা ভাল। কাজেই আগে থেকে অনুমান না করে মাঠে ভালো ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ।'

এদিকে শানাকার মন্তব্যের সঙ্গে দ্বিমত করেছেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাবিদ নেওয়াজ। অনেকটা বিস্ময় নিয়ে তিনি বলেন, 'এমন মন্তব্যের সঙ্গে একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। টি-টোয়েন্টি অনেক খেলে, বিপিএল হয়। শ্রীলঙ্কায় ততটা টি-টোয়েন্টির সংস্কৃতি নেই।'

 শানাকা অবশ্য শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ পিছিয়ে এমনটা বলেননি, তুলনা টেনেছেন আফগানদের সঙ্গে। গত কয়েক বছর খারাপ সময় গেলেও বেশ কয়েকজন টি-টোয়েন্টি খেলোয়াড় বের করেছে লঙ্কানরা। গত আইপিএলে শ্রীলঙ্কার ৫ জন ক্রিকেটার খেলেছেন, বাংলাদেশের খেলেছেন কেবল মোস্তাফিজ।

তবে নির্দিষ্ট দিনে কারা জিতে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের সবশেষ চার আসরের তিনবারই ফাইনাল খেলা বাংলাদেশ নিজেদের প্রমাণে থাকবে মরিয়া।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago