হারলেও বোলারদের প্রশংসায় বাবর

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের শুরুটা ভালো হলো না পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে আগের দিন হেরে গেছে দলটি। আগে ব্যাট করে পর্যাপ্ত পুঁজিই সংগ্রহ করতে পারেনি তারা। তবে মাঝারী পুঁজি নিয়েই দারুণ লড়াই করে বোলাররা। যদিও শেষ পর্যন্ত পেরে ওঠেনি। তবে তাতে অধিনায়ক বাবর আজমের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন পাক বোলাররা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় রোহিত শর্মার দল।

বড় স্কোর না হলেও ম্যাচে রোমাঞ্চ কম ছড়ায়নি। জয়টা পাঁচ উইকেটে পেলেও পুরো ম্যাচে কখনোই স্বস্তিতে ছিল ভারত। এমনকি শেষ দিকে নাটকীয়তা হলেও হতে পারতো। হয়নি কেবল হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিংয়ে। এ অলরাউন্ডারই গড়ে দিয়েছেন ম্যাচের পার্থক্য।

ভারতের বিপক্ষে এই হারের পর দায়টা ব্যাটারদেরই দিচ্ছেন অধিনায়ক বাবর। ১০-১৫ রান কম করেছেন বলে স্বীকার করেছেন। একই সঙ্গে বোলারদের প্রশংসায় মাতেন তিনি, 'আমরা যে ভাবে শুরুতে বল করেছি, তা অসাধারণ। আমরা ১০-১৫ রান কম করেছিলাম। শেষ পর্যন্ত ভালো রান তুলে দলকে সাহায্য করেছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। তবে বোলাররা দুর্দান্ত পারফর্ম করে ম্যাচে উত্তেজনা বাড়িয়েছিল। নাসিম শাহ একজন তরুণ বোলার এবং ও দারুণ কাজ করেছে।'

পাকিস্তানের পুঁজিটা অবশ্য আরও ছোট হতে পারতো। ১১ নম্বর ব্যাটার শাহনাওয়াজ দাহানি শেষ দিকে দুটি দারুণ ছক্কা মারেন। তাকে দারুণ ব্যাট চালান নয় নম্বর ব্যাটার হারিস রউফও। তাতেই দেড়শর কাছাকাছি পুঁজি পায় দলটি।

ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। এ সময় বল করতে আসেন অফস্পিনার মোহাম্মদ নাওয়াজ। একজন পেসার থাকলে অবশ্য কিছুটা আশা হয়তো টিকে থাকতো তাদের। তাকে শেষে আনার ব্যাখ্যাটাও দিয়েছেন বাবর, 'আমরা শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ে যেতে চেয়েছিলাম, যার কারণে নাওয়াজের ওভার শেষ পর্যন্ত থামানো হয়েছিল, চাপ তৈরি করার চেষ্টা ছিল কিন্তু হার্দিক ভালো ভাবে ম্যাচটি শেষ করেছে।'

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

36m ago