তবুও আফসোস জাদেজার!

ছবি: সংগৃহীত

অসাধারণ এক জয়ে এশিয়া কাপ শুরু করেছে ভারত। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সবমিলিয়ে তাই বেশ আনন্দেই থাকার কথা রবীন্দ্র জাদেজার। খুশিও বটে। কিন্তু তারপরও যেন কিছুটা আফসোস থেকেই গেল তার। কারণ দলকে জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন তিনি।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় রোহিত শর্মার দল।

সমান তালে এগিয়ে যাওয়া ম্যাচের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২১ রানের। হারিস রউফের ১৯তম ওভারে ১৪ রান তুলে নেন জাদেজা ও হার্দিক পান্ডিয়া। ম্যাচ তখনই হেলে পড়ে ভারতের দিকে। কিন্তু পরের ওভারের শুরুতে জাদেজার এক ভুলে সব পণ্ড হতে বসেছিল দলটির।

শেষ ওভারে ৭ রানের লক্ষ্যটা সিঙ্গেলস নিয়ে সহজেই কাজ সাড়তে পারত ভারত। কিন্তু জাদেজা চেয়েছিলেন ছক্কা হাঁকিয়ে শেষ করতে। কিন্তু মোহাম্মদ নাওয়াজের লাইন মিস করলে বোল্ড হয়ে যান তিনি। পরের দুই বলে আসে এক রান। শেষ তিন বলে ছয় রান। তাতে ফের জমে উঠেছিল ম্যাচটি। যদিও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সব উত্তেজনা থামিয়ে ভারতকে জয়ে এনে দেন পান্ডিয়া। তবে সামান্য হেরফের হলেই যে কোনো কিছুই হতে পারতো।

নিজের কাজটা ঠিকভাবে করতে না পারায় আক্ষেপ থাকলেও পান্ডিয়ার ব্যাটিংয়ে খুশি জাদেজা, 'আমি একাই হয়তো ম্যাচটা শেষ করে দিতে পারতাম। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটার। কাজে লাগাতে পারিনি। তবে হার্দিকের প্রশংসা প্রাপ্য। ও ব্যাটিংয়ে নেমেই বলেছিল যে, নিজের স্বাভাবিক শট খেলবে। শেষ পর্যন্ত থেকে যে ভাবে ম্যাচ শেষ করে এসেছে, তাতে আমরা প্রচণ্ড খুশি।'

একই সঙ্গে পাকিস্তানি পেসারদের প্রশংসা করেন জাদেজা, 'দু'জনেই শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম। কিন্তু আমি ম্যাচ শেষ করে আসতে পারলাম না। ওদের বোলিং আক্রমণকে সমীহ করতেই হবে। ওদের পেসাররা কোনো ভাবেই হাল ছাড়তে রাজি ছিল না।'

স্বাভাবিকভাবে ছয়-সাত নম্বরে ব্যাটিং করতে আসলেও আগের দিন চার নম্বরে ব্যাট করতে নামেন জাদেজা। তিন রানের ব্যবধানে দুই উইকেট পরায় ম্যাচ তখন কিছুটা হেলেছিল পাকিস্তানের দিকেই। সাজঘরে রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলির মতো ব্যাটাররা। তখন দলের হাল ধরেছিলেন জাদেজা। সূর্যকুমার যাদবের সঙ্গে ইনিংস মেরামতের পর পান্ডিয়ার সঙ্গে জয় ভিত গড়েই আউট হন তিনি।

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

36m ago