গণমাধ্যমকে এড়িয়ে দেশে ফিরল বাংলাদেশ দল

Mustafizur Rahman
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

হতাশাজনক পারফরম্যান্সে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে বিমানবন্দরে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন ক্রিকেটাররা।

দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে শনিবার সকাল ৯টায় দেশে পৌঁছান ক্রিকেটাররা। তবে তাদের কেউই গণমাধ্যম কর্মীদের সামনে পড়তে চাননি। হতাশার এশিয়া কাপ নিয়ে ক্রিকেটারদের প্রতিক্রিয়াও তাই জানা হয়নি।

গত বৃহস্পতিবার রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের হারে বিদায় নেয় সাকিব আল হাসানের দল। হারের ধাক্কায় হতচকিত বাংলাদেশের ক্রিকেটাররা শুক্রবার রাতে ধরেন ফ্লাইট। তবে দলের সঙ্গে আসেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়তি একদিন দুবাইতে থেকে গেছেন তিনি।

Taskin Ahmed & Anamul Haque Bijoy
ছবি- স্টার

টি-টোয়েন্টিতে বেশ কিছুদিন ধরেই বাজে সময় পার করা বাংলাদেশ দল খুব বেশি প্রত্যাশা নিয়ে এশিয়া কাপে যায়নি। তবে অধিনায়ক সাকিব বলেছিলেন, অন্তত সুপার ফোরে খেলা উচিত। সেটাও হয়নি। প্রথম ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে ধরাশায়ী হয় তারা। খেলার ধরণ নিয়েও উঠে প্রশ্ন।

বাঁচা-মরার লড়াইয়ে তিন বদল নিয়ে নেমে খেলার ধরণে আনে বদল। ব্যাটিং মিলে ইতিবাচক সুর। ১৮৩ রানের বড় পুঁজি নিয়েও পরে পেরে উঠা হয়নি। ডেথ ওভারের বাজে বোলিং আর স্নায়ু ধরে রাখতে না পারায় ম্যাচ হারেন সাকিবরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল পুনর্গঠন নিয়ে আগামী কিছু দিন ব্যস্ত থাকবে টিম ম্যানেজমেন্ট।

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

11h ago