এবার টস জিতে আগে বোলিং নিল পাকিস্তান

Babar Azam & rohit sharma

গ্রুপ পর্বের লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করতে গিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। ম্যাচও হেরেছিল তারা। সুপার ফোরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতল বাবর আজমের দল। টস জিতে অনুমিতভাবে আগে বোলিং বেছে নিয়েছে তারা।

রোববার দুবাইতে এই ম্যাচেও টস জিতলে আগে বোলিং নিতেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে আগে বল করার কারণ ব্যাখ্যায় বাবর জানিয়েছেন, শিশিরের কারণে এই উইকেটে রান তাড়া হবে সহজ। সেই সুযোগটা তারা কাজে লাগাতে চান। 

ফাইনালে উঠার লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে চোটের কারণে দুই দলের একাদশেই এসেছে বদল। ভারতে একাদশে এসেছে তিন বদল। বিশ্রাম পার করে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পেসার আবেশ খানের জায়গায় খেলানো হচ্ছে লেগ স্পিনার রবি বিষ্ণুইকে। চোটে ছিটকে পড়া রবীন্দ্র জাদেজার জায়গায় একাদশে ঠাঁই পেয়েছেন দীপক হুডা। পাকিস্তানের বিপক্ষে আগের লড়াইয়ে রিশভ পান্তের বদলে খেলেছিলেন দীনেশ কার্তিক। এবার কার্তিককে বসিয়ে রাখা হয়েছে পান্ত। পান্ত অবশ্য হংকংয়ের বিপক্ষেও ম্যাচে ছিলেন।  পাকিস্তান চোটে পড়া পেসার শাহনেওয়াজ দাহানির জায়গায় খেলাচ্ছে মোহাম্মদ হাসনাইনকে।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণুই, যুজভেন্দ্র চেহেল, আর্শ্বদ্বীপ সিং। 

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ। 

Comments

The Daily Star  | English

Kuet returns to normalcy after 65 days of unrest

Around 10:00am, only a few police officers were seen patrolling near the main gate

1h ago