আর্শদিপকে হেনস্তা না করার অনুরোধ হাফিজের

পাকিস্তানের কাছে হারের পর ভারতীয় সমর্থকদের কাঠগড়ায় তরুণ পেসার আর্শদিপ সিং। রীতিমতো ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। সামাজিকমাধ্যমে চলছে নানা সমালোচনা। উইকিপিডিয়ায় তো তার পরিচয়টাই বদলে দিয়েছেন কেউ একজন। দুঃসময়ে অবশ্য অনেককেই কাছেও পাচ্ছেন তিনি। এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও তার পাশে দাঁড়িয়েছেন।

পাকিস্তানের কাছে হারের পর ভারতীয় সমর্থকদের কাঠগড়ায় তরুণ পেসার আর্শদিপ সিং। রীতিমতো ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। সামাজিকমাধ্যমে চলছে নানা সমালোচনা। উইকিপিডিয়ায় তো তার পরিচয়টাই বদলে দিয়েছেন কেউ একজন। দুঃসময়ে অবশ্য অনেককেই কাছেও পাচ্ছেন তিনি। এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও তার পাশে দাঁড়িয়েছেন।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারে। ৪ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে পাকিস্তান। জিততে শেষ ১৫ বলে চাই ৩১ রান। রবি বিশ্নইর করা তৃতীয় বলে শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন আগের ওভারে উইকেটে নামা পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। তখনও রানের খাতা খোলা হয়নি তার। কিন্তু সহজ ক্যাচটি ধরতে পারেননি আর্শদিপ। এরপর আসিফকে অবশ্য তিনিই ফিরিয়েছেন। কিন্তু এর আগে ৮ বলে ১৬ রান করে দলকে জয়ের প্রান্তে রেখে যান এ ব্যাটার।

সে ক্যাচ ধরতে পারলে হয়তো বদলে যেতে পারতো ম্যাচের ফলাফল। যে কারণেই ভারতীয়দের তোপের মুখে এ পেসার। এমনকি তার ক্যাচ মিসের সময় অধিনায়ক রোহিত শর্মাও মেজাজ ঠাণ্ডা রাখতে পারেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া অধিনায়ক। ডাগআউটে তখন কোচ রাহুল দ্রাবিড়ও ছিলেন হতাশ।

তবে বিষয়টিকে ম্যাচের স্বাভাবিক ভুল মেনে শান্ত থাকার অনুরোধ করেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার হাফিজ। আর্শদিপকে ট্যাগ করে টুইটারে ভারতীয়দের শান্ত থাকার অনুরোধ করে লিখেছেন, 'ভারতীয় সমর্থকদের প্রতি আমার অনুরোধ। খেলাধুলায় আমরা ভুল করি, কারণ আমরাও তো মানুষ। এই ভুলগুলো নিয়ে কাউকে দয়া করে হেনস্তা করবেন না।'

এছাড়া ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি হতে শুরু করে ইরফান পাঠান, হরভজন সিংদের মতো অনেককেই পাশে পাচ্ছেন আর্শদিপ। টুইট করে ইরফান লিখেছেন, 'আর্শদিপ একজন শক্তিশালী ব্যক্তি, এমনই থাকুন।'

হরভজন সিং লিখেছেন, 'আর্শদিপ সিংয়ের সমালোচনা করা বন্ধ করুন, কেউ ইচ্ছাকৃত ভাবে একটি ক্যাচ ছাড়ে না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত, পাকিস্তান এখানে অনেক ভালো খেলা খেলেছে। লজ্জা এমন লোকেদের জন্য, যারা এই প্ল্যাটফর্মে আর্শ এবং দল নিয়ে খারাপ কথা বলছে এবং আমাদের নিজেদের ছেলেদের ছোট করছে.. আর্শ হল স্বর্ণ।'

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

8h ago