কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন, জানালেন বাবর

virat kohli and babar azam

সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি আর বাবর আজম। আবার তারা দুজন দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের হওয়ায় ভক্তদের মধ্যে তাদের নিয়ে বিতর্কও তুমুল। তবে মানুষের এসব বিতর্কে একদম সায় নেই বাবরের। কোহলির প্রতি তার অগাধ শ্রদ্ধার কথা জানিয়ে বলেন, ভারতের মাস্টার ব্যাটারের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি।

এশিয়া কাপ কিছুক্ষণ পর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। লড়াইয়ে নামবেন কোহলি-বাবরও। তবে মাঠের লড়াইয়ের বাইরে যে তাদের সম্পর্কটা অন্যরকম সেটা জানাতে ভুললেন না পাকিস্তান অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোহলি প্রসঙ্গ উঠতে জানালেন নিজের মনের কথা, 'বিতর্কটা ভক্তদের মধ্যে ছেড়ে দেন। আমি তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। অবশ্যই এখানে পারষ্পারিক শ্রদ্ধা আছে। উনি আমার বড়, আমাদের বড়দের নিয়ে আলাদা সম্মান থাকে, তিনি যে দেশেরই হোন না কেন।'

'আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি যখন ক্যারিয়ার শুরু করলাম, উনার অনেক সাক্ষাতকার দেখেছি। ২০১৯ সালে উনার সঙ্গে কথা বললাম, যা আমাকে অনেক সাহায্য করেছে। আমি এটা নিয়ে বিস্তারিত বলছি না। শুধু ভারত না প্রত্যেক দেশের খেলোয়াড়দের মধ্যেই পারষ্পারিক বোঝাপড়া, শ্রদ্ধা আছে।'

বাবরের প্রতি একই সম্মান, শ্রদ্ধা আছে কোহলিরও। কদিন আগে স্টার স্পোর্টসের এক আলোচনায় বাবরের প্রশংসায় মাতেন তিনি, 'একদম প্রথম দিন থেকে আমি তাকে শ্রদ্ধা করি। যেটা এখনো বদলায়নি। সম্ভবত সব সংস্করণ মিলিয়ে সে এখন বিশ্বের সেরা ব্যাটার। তার খেলা আমি উপভোগ করি। সে নিজের মত খেলে। মানুষকে অনুপ্রাণিত করতে সে অনেক দূর যাবে।'

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

8h ago