এশিয়া কাপ ২০২৩

শাহিন-রউফের তোপে বিপাকে ভারত

ছবি: এএফপি

টস জিতে ব্যাটিং বেছে নিলেও শুরুটা একদমই ভালো হয়নি ভারতের। দারুণ বোলিংয়ে তাদেরকে চেপে ধরেছে পাকিস্তান। সপ্তম ওভারের মধ্যে দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে হারাল তারা। উভয়কেই সাজঘরে ফেরালেন শাহিন আফ্রিদি। আর পাওয়ার প্লে শেষ হওয়ার আগে শ্রেয়াস আইয়ারকে বিদায় করলেন হারিস রউফ।

শনিবার এশিয়া কাপের 'এ' গ্রুপের বহুল আকাঙ্ক্ষিত ম্যাচে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

বৃষ্টির কারণে ভারতের ইনিংসের ৪.২ ওভারের পর প্রথম দফায় খেলা বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা পর আবার তা চালু হলে তোপ দাগেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন। ওই ওভারেরই শেষ বলে তিনি বোল্ড করে দেন রোহিতকে। সামান্য ভেতরে ঢোকা ফুল লেংথের অসাধারণ ডেলিভারিতে স্টাম্প হারান ভারতীয় দলনেতা। ব্যাটে বল লাগানোর কোনো উপায়ই যেন খুঁজে পাননি তিনি! ২২ বলে ২ চারে তার রান ১১।

১৫ রানে প্রথম উইকেট হারানো ভারতের ইনিংসে শাহিন আবার ধাক্কা দেন সপ্তম ওভারে। এবারে তার শিকার হন বিরাট কোহলি, রোহিতের আউটের পর যার দিকে তাকিয়ে ছিল দলটি। উইকেটে পড়ার পর কিছুটা থেমে আসা বল স্টাম্পে টেনে আউট হন কোহলি। ৭ বলে ১ চারে ঠিক ৪ রানই আসে তার ব্যাট থেকে। এতে ২৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে ভারত।

পাওয়ার প্লের শেষ ওভারে পাকিস্তানের উল্লাস আরও জোরালো করেন রউফ। পাল্টা আক্রমণের আভাস দিচ্ছিলেন শ্রেয়াস। রান আনছিলেন দ্রুত। তাকে সাজঘরের পথ দেখান ডানহাতি পেসার রউফ। শর্ট ডেলিভারি হাঁকাতে গিয়ে মিডউইকেটে দাঁড়ানো ফখর জামানের হাতে ক্যাচ তুলে দেন শ্রেয়াস। ৯ বলে ২ চারে তিনি করেন ১৪ রান। এতে থামে শুবমান গিলের সঙ্গে তার জুটি গড়ার প্রচেষ্টা।

এই প্রতিবেদন লেখার সময়, বৃষ্টির বাগড়ায় দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ রয়েছে। ১১.২ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫১ রান। ক্রিজে আছেন ওপেনার গিল ২৪ বলে ৬ রানে। তার সঙ্গী পাঁচে নামা ইশান কিশান। তিনি খেলছেন ৬ বলে ২ রানে।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। যদিও আবহাওয়া আগে থেকেই বিরূপ ছিল, সেটা নিয়ে ভাবার কারণ দেখেন না বলে টসের সময় জানান তিনি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও উল্লেখ করেন যে টস জিতলে ব্যাটিং করতেন। তবে উইকেট যেমন আচরণ করছে, তাতে বোলারদেরই সুবিধা দেখা যাচ্ছে।

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP marks Labour Day with rally at Nayapaltan

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

2h ago