পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন কামরান

শুরুতেই কামরান প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টকে নিয়ে। সেদিন টস জিতেও কেন ভারতকে ব্যাট করতে দেওয়া হলো এই প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি
kamran akmal

ভারতের বিপক্ষে বিশাল হারের ধাক্কা কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দলের খেলার ধরণ নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনা চালিয়ে যাচ্ছেন তারা। দেশটির সাবেক কিপার ব্যাটার কামরান আকমল বলছেন, এভাবে খেললে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ভুগতে হবে বাবর আজমদের।

সুপার ফোরের ম্যাচে গত সোমবার ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। আগে ব্যাট করে ভারতের করা ৩৫৬ রানের জবাবে স্রেফ ১২৮ রানে গুটিয়ে যায় দলটি। 

শুরুতেই কামরান প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টকে নিয়ে। সেদিন টস জিতেও কেন ভারতকে ব্যাট করতে দেওয়া হলো এই প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি,  'ম্যানেজমেন্ট কি করে? টস জিতে কেন বোলিং নিল?'

বড় হারের পর নেট রানরেটের বেহাল দশা হয়ে যায় পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাওয়া হবে না তাদের।

রান তোলার গতি নিয়ে তাই বড় প্রশ্ন কামরানের। এমনকি বাংলাদেশের বিপক্ষে অনায়াসে জেতা ম্যাচেও বাবরদের অ্যাপ্রোচ কামরানের কাছে আপত্তির,  'রানরেটের হাল বাজে। বাংলাদেশের বিপক্ষে ১৯০ রানের একটু বেশি করতে ৪০ ওভার লেগে গেল।'

'যদি বিশ্বকাপে ভালো করতে চাও। তাহলে এই অ্য্যাপ্রোচে খেললে হবে না। এভাবে খেললে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেও ভুগতে হবে।'

ভারতের বিপক্ষে টপাটপ উইকেট হারিয়ে ১৮ ওভার আগেই গুটিয়ে যায় পাকিস্তান। কামরানের মতে সেদিন পুরো ৫০ ওভার ব্যাট করলেও আজ নেট রানরেট নিয়ে ভুগতে হতো না পাকিস্তানকে, 'শাদাব, ইফতেখারদের বলা উচিত ছিল (ভারতের বিপক্ষে) ৫০ ওভার খেলতে। তাহলেও ২৬০-২৮০ হতো। নেটরানরেট এত খারাপ হত না। কোন পরিকল্পনা ছিল না দলের। সবাই যেন ছুটি কাটাচ্ছে। মনে হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো খেলছে সবাই।'

Comments

The Daily Star  | English

Desire for mobile data trumps all else

As one strolls along Green Road or ventures into the depths of Karwan Bazar, he or she may come across a raucous circle formed by labourers, rickshaw-pullers, and street vendors.

14h ago