মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেলেন শ্রীলঙ্কার মাঠকর্মীরা

এবার এশিয়া কাপের শ্রীলঙ্কা পর্বে প্রতি ম্যাচেই ছিল বৃষ্টির শঙ্কা। এই খেলা শুরু হয় তো এই নামে বৃষ্টি। ক্যান্ডি ও কলম্বোর  মাঠকর্মীদের তাই পার করতে হয় ব্যস্ত সময়। শেষ পর্যন্ত টুর্নামেন্টটা শেষ করতে সক্ষম হয় তারা।
sri lanka ground staff

ফাইনাল ম্যাচকে একপেশে বানিয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে ধসিয়ে দেন মোহাম্মদ সিরাজ। ২১ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করে হন ম্যাচ সেরা। তাতে পাওয়া ৫ হাজার ডলার পুরোটাই কলম্বোর মাঠকর্মীদের দিয়ে দেন তিনি। পরে মাঠকর্মীরা পান আরও বড় ঘোষণা। জয় শাহ জানান এশিয়ান ক্রিকেট কাউন্সিল আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দিবে আরও ৫০ হাজার ডলার।

রোববার ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে গুটিয়ে দেয় ভারত। ১০ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপে উঁচিয়ে ধরে ৮ম শিরোপা।

লঙ্কান ইনিংসে ত্রাস ছড়িয়ে সিরাজ আসেন ম্যাচ সেরা হয়ে, তবে পুরস্কার নিতে গিয়ে জানান, 'এই পুরস্কার আসলে কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। তারা না থাকলে খেলাই হতো না। আমি এই টাকা তাদের দিতে চাই।'

এবার এশিয়া কাপের শ্রীলঙ্কা পর্বে প্রতি ম্যাচেই ছিল বৃষ্টির শঙ্কা। এই খেলা শুরু হয় তো এই নামে বৃষ্টি। ক্যান্ডি ও কলম্বোর  মাঠকর্মীদের তাই পার করতে হয় ব্যস্ত সময়। শেষ পর্যন্ত টুর্নামেন্টটা শেষ করতে সক্ষম হয় তারা।

এসিসি প্রধান জয় শাহ টুইট করে জানান, কলম্বো ও ক্যান্ডির মাঠকর্মীদের জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে ৫০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সকল মাঠকর্মী ও কিউরেটররা পাবেন এই টাকা।

তিনি বলেন, 'ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মী ও কিউরেটরদের এটা প্রাপ্য। খেলা হওয়ার জন্য দুর্দান্ত নিবেদন দেখিয়েছে। তাদের অবদানের স্বীকৃতি দেওয়া দরকার।'

এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সুপার ফোরে কেবল এই দুইদলের মধ্যকার ম্যাচে রাখা হয় রিজার্ভ ডে। যা নিয়ে সমালোচনায় বিদ্ধ হয় এসিসি। ওই ম্যাচ পরে রিজার্ভ ডেতেই যায়, যাতে জেতে ভারত।

Comments

The Daily Star  | English
US dollar price

US dollar gets costlier

The Bangladesh Foreign Exchange Dealers' Association (Bafeda) and the Association of Bankers' Bangladesh (ABB) increased the rate at a virtual meeting

5h ago