তৃতীয় ওয়ানডের আগে বাদ আফিফ
তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে স্কোয়াড ছোট করেছে বাংলাদেশ দল। ১৬ সদস্যের দল থেকে কমানো হয়েছে দুইজন। আফিফ হোসেনকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে টাইগাররা। শেষ ম্যাচে রাখা হয়নি শরিফুল ইসলামকেও। ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
মুঠোফোনে সুমন বলেন, 'তৃতীয় ওয়ানডের আগে আফিফকে ঢাকায় পাঠানো হয়েছে। স্কোয়াড তো ১৫ জন থাকারই কথা ছিল। তবে ইনজুরির কথা ভেবে ১৬ জন করা হয়েছিল। আর আফিফের ম্যাচে খেলার সুযোগ নেই। তাই ওকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন আফিফ। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ আছে আবাহনীর। সেই ম্যাচে আফিফ খেলবেন বলে জানা গেছে। দলে না থাকা শরিফুল ইসলামও ঢাকায় ফিরে খেলবেন প্রিমিয়ার লিগের ম্যাচ।
এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলে একাদশে জায়গা হয়নি আফিফের। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য সবগুলো ওয়ানডেই খেলেছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচে জায়গা হারান তিনি।
Comments