মুশফিকের বিপক্ষে লড়াইয়ের পথ খুঁজছে আইরিশরা

ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। তবে সেই ইনিংসেই ম্যাচের মোর ঘুড়িয়ে বাংলাদেশ পেয়েছিল রেকর্ড পুঁজি। আর দ্বিতীয় ম্যাচে তো বিধ্বংসী এক সেঞ্চুরি। তাতে ভর করে আগের দিনের রেকর্ড যায় ভেঙে। যেন নতুন রূপে আবির্ভাব হন মুশফিকুর রহিম। এখন তার বিপক্ষে লড়াই করার পথ খুঁজছে সফরকারী আয়ারল্যান্ড দল।

সোমবার সিলেটে ইনিংসের ৩৪তম ওভারে মাঠে নেমেছিলেন মুশফিক। শুরুর দিকে দেখে শুনেই খেলছিলেন তিনি। তিন ওভার পর ম্যাথিউ হ্যামফ্রিজের ওভারে মারেন প্রথম চার। এর এক ওভার পর কার্টস ক্যাম্ফারকে ছক্কা মেরে শুরু করেন আগ্রাসন। এরপর একের পর দুর্দান্ত শটে শেষ পর্যন্ত ৬০ বলে করেছেন ১০০ রান।

টানা দুই ম্যাচে আইরিশদের এমনভাবে কোণঠাসা করে ফেলায় আয়ারল্যান্ডের প্রথম প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন মুশফিকই। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ক্যাম্ফারও বললেন সেই কথা, 'আমার মনে হয় (মুশফিকের ইনিংস বর্ণনার) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে।'

'সে যেভাবে খেলাটি প্রভাবিত করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল। সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। দুই ম্যাচে সে এটি করল। সে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার। আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব,' যোগ করেন ক্যাম্ফার।

তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারে আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ওয়ানডে। আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দলদুটি।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire: Trump

US President Donald Trump on Saturday said that India and Pakistan have agreed to a "full and immediate ceasefire," amid both countries launching strikes and counter-strikes against each other's military installations

Now