ছুটির দিনে প্রকৃতির মাঝে হাথুরু-মোস্তাফিজরা
ইতিহাস ও ঐতিহ্যের তীর্থভূমি সিলেট। তবে সেখানে সম্মিলন হয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের। এই সৌন্দর্য বর্ণনাতীত। পুরো এলাকায় সবুজে ঘেরা। ছুটিছাটায় উপচে পড়ে পর্যটকদের ভিড়ে। সেখানে এসে যদি একটু ফুরসৎ মিলে যে কেউই চলে যেতে চাইবেন সবুজের মাঝে।
মঙ্গলবার আনুষ্ঠানিক কোনো অনুশীলন পর্ব ছিল না বাংলাদেশ দলের। দ্বিতীয় ওয়ানডের পর মাঝে দুই দিন বিরতি থাকায় প্রথম দিনে বিশ্রাম দেওয়া হয় টাইগারদের। এ সুযোগে ক্রিকেটারদের অনেকেই হারিয়ে গেলেন প্রকৃতির মাঝে। বাদ যাননি কোচরাও।
সকাল হতেই ভোলাগঞ্জের সাদা পাথর দেখতে বেরিয়ে যান পেসার হাসান মাহমুদ। তার সঙ্গে যোগ দেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টিম ম্যানেজার নাফিস ইকবাল ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও ছিলেন তাদের সঙ্গে।
অন্য দিকে স্ত্রীকে নিয়ে এদিন ঘুরতে বের হন পেসার মোস্তাফিজুর রহমান। চা বাগান ঘুরে রাতারগুলের সোয়াম ফরেস্টেও যান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন সেই ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'প্রকৃতির সান্নিধ্যে।'
তবে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান উড়ে গেছেন ঢাকায়। বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। প্রায় প্রতিদিনই নানা কর্মকাণ্ডে যুক্ত থাকা এক ক্রিকেটার এতো কিছু সামলান জানতে চাইলে বলেন, 'যে পারে সে সব পারে।'
অন্যদিকে প্রতিপক্ষ আয়ারল্যান্ড দলের আনুষ্ঠানিক অনুশীলন না থাকলেও ঐচ্ছিক অনুশীলনে এসেছেন দ্বিতীয় ওয়ানডের একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেন তারা।
Comments