টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন মিরাজ

ছবি: ফিরোজ আহমেদ

আগের দুই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। দুই ম্যাচেই বিশাল পুঁজি গড়েছিল টাইগাররা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। তবে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ফিল্ডিং করবেন টাইগাররা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। আগের দুই ম্যাচ ২টায় শুরু হলেও রমজানের কথা মাথায় রেখে এদিন আধা ঘণ্টা পরে শুরু হচ্ছে ম্যাচটি। যদিও আগের দিন শাওয়াল মাসের চাঁদ না ওঠায় আজ রোজা শুরু হয়নি।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ইয়াসির আলী রাব্বির জায়গায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরেছেন একাদশে। প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনে চোখে চোট পাওয়ায় শেষ দুই ওয়ানডে ম্যাচে খেলেননি তিনি। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে আয়ারল্যান্ড।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে যায় ভেস্তে। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেই হতে যাচ্ছে সিরিজের সুরাহা।

এদিন ভোর হতেই সিলেটে মুষলধারে বৃষ্টি আসে। চলল আধা ঘণ্টার মতো। এরপর থামলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল অনেকক্ষণ। এরপর ৯টার আগেই আকাশ পরিষ্কার। এরপর বেলা ১১টার দিকে আরেক পলশা হালকা বৃষ্টি। মিনিট পাঁচেক ভিজিয়ে দিল সিলেটের মাঠ। পরে আবার এলো ১টার দিকে। তবে স্বস্তির কথা এবারও বৃষ্টি থেমে যায় মিনিট দশেক পরই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ম্যাথিউ হ্যামফ্রিজ, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর ও লোরকান টাকার।

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

21m ago