উদযাপন করে ব্যাটসম্যানদের কষ্ট বাড়াতে চান না হাসান
নেই কোনো বুনো উল্লাস। নেই কোনো বাড়তি উদযাপন। অথচ দারুণ সব ডেলিভারিতে একে একে পাঁচটি উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। কিন্তু কোনো ব্যাটারকে আউট করেই উদযাপন করতে দেখা গেল না হাসান মাহমুদকে। শুধু এদিনের ম্যাচই নয়, স্বাভাবিকভাবে কখনোই উদযাপন করতে দেখা যায় না তাকে। ব্যাটারদের কথা ভেবেই উদযাপন করেন না এ পেসার!
অথচ আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ক্রিকেটেও কোনো ফাইফার ছিল না হাসানের। আয়ারল্যান্ডে বিপক্ষে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট পেলেন এ পেসার। তারপরও নির্লিপ্ত ছিলেন তিনি। সতীর্থদের সঙ্গে কেবল স্বাভাবিক উদযাপনই করেছেন তিনি।
অবশ্য চারিত্রিকভাবে বেশ অন্তর্মুখী হাসান। অনেকটা নরম স্বভাবের। খুব বেশি কথা বলেন না। ম্যাচ শেষে অবশ্য এর দারুণ এক ব্যাখ্যা দিয়েছেন হাসান, 'বিশেষ কিছু না এমনি। ব্যাটসম্যানকে আউট করে সেলিব্রেশন করলে মনে হয় ওর আরেকটু মন খারাপ করবে, তাই সেলিব্রেট করি না।'
এদিন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন হাসান। টপ অর্ডার ছাঁটাই করার পর লেজও ছাঁটাইও করেন। সবমিলিয়ে বল হাতে দুর্দান্ত একটি দিন পার করলেন এ পেসার। তার বোলিং তোপেই মাত্র ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নিয়েও খুব বেশি উচ্ছ্বাস দেখা গেল না হাসানের কণ্ঠে, 'এটা আমার প্রথম পাঁচ উইকেট, ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। আরও যারা পেস বোলার আছে বিগত কয়েক দিন ধরে অনেক পরিশ্রম করছি অ্যালান ডোনাল্ডের সঙ্গে। সবার সাথে সবার কানেকশন আছে। আমরা চেষ্টা করছি এটা আরও কিভাবে উন্নতি করা যায়।'
Comments