চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দেখা যাবে ২০০ টাকায়
একপেশে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে দেওয়ার পর এবার টি-টোয়েন্টি লড়াই। চট্টগ্রামে তিনটি ম্যাচই হবে ভর দুপুরে। তবে টিকেটের মূল্যে কোন হেরফের হচ্ছে না। সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে খেলা।
২৭ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ মার্চ সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
শনিবার এই সিরিজের টিকেটের বিস্তারিত প্রকাশ করেছে বিসিবি। আগের মতই গ্র্যান্ড স্ট্যান্ডে টিকেটের দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। আন্তর্জাতিক স্ট্যান্ড ১ হাজার, ক্লাব হাউজ ৫০০। পূর্ব গ্যালারি ৩০০ ও পশ্চিম গ্যালারিতে ২০০ টাকায় দেখা যাবে ম্যাচ।
খেলার আগের দিন থেকে স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড়ে পাওয়া যাবে টিকেট। মূল শহরে এমএ আজিজ স্টেডিয়াম কাউন্টার থেকেও সংগ্রহ করা যাবে তা। এছাড়া টাইগার ক্রিকেটের সাইট থেকে অনলাইনেই টিকেট কেনার ব্যবস্থা রেখেছে বিসিবি।
সিলেটে তিন ওয়ানডে সিরিজের দুটিতে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজ জেতে বাংলাদেশ। অন্য ম্যাচটি হয় পরিত্যক্ত। ৫০ ওভারের ক্রিকেটে লড়াই জমাতে না পারা আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতেও সাকিব আল হাসানদের বিপক্ষে থাকবে বেশ ব্যাকফুটে।
Comments