সপ্তম ওভারে ৫ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে বাংলাদেশ

৭ ওভার শেষে শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৭ রান। অর্থাৎ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা পড়েছে মহাবিপর্যয়ে।
ছবি: ফিরোজ আহমেদ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একই ভেন্যুতে আগের দুই ম্যাচে জিতে সিরিজ ইতোমধ্যে পকেটে পুরেছে তারা।

এই প্রতিবেদন লেখার সময়, ৭ ওভার শেষে শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৭ রান। অর্থাৎ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা পড়েছে মহাবিপর্যয়ে। ক্রিজে আছেন রিশাদ হোসেন ৩ বলে ৬ রানে। শামীম হোসেন পাটোয়ারি ১ বল খেলে এখনও রানের খাতা খোলেননি। দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, দলনেতা সাকিব ও তাওহিদ হৃদয়।

নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর থেকে আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলছে বাংলাদেশ। সেই ধারা চালিয়ে যাওয়ার প্রত্যয় শোনা গেছে অধিনায়ক সাকিব থেকে শুরু করে অন্য ক্রিকেটারদের মুখে। এই ম্যাচে আক্রমণাত্মক ঢঙে খেলতে গিয়েই টপাটপ উইকেট পড়ছে টাইগারদের। তবে অ্যাপ্রোচে কোনো বদল আনার লক্ষণ দেখা যাচ্ছে না ব্যাটারদের মধ্যে। সবাই বিদায় নিয়েছেন বড় শট খেলতে গিয়ে।

দ্বিতীয় ওভারের প্রথম বলে শুরু হয় বাংলাদেশের বিপাকের। আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের অনেক বাইরের নির্বিষ ডেলিভারি তাড়া করে আউট হন আগের ম্যাচে ফিফটি করা লিটন। ডিপ পয়েন্টে তার ক্যাচ নেন জর্জ ডকরেল। তার ব্যাট থেকে আসে ৪ বলে ৫ রান।

শান্ত ডিপ মিডউইকেটে হাঁকালেও সীমানা পার করতে পারেননি। হ্যারি টেক্টরের বলে তার ক্যাচ তালুবন্দি করেন কার্টিস ক্যাম্ফার। তিনি ৮ বলে ৪ রান করেন। আরেক ওপেনার রনি বাউন্ডারি হাঁকাতে মনোযোগী ছিলেন। সেই চেষ্টাতেই শান্তর মতো একই কায়দায় বিদায় নেন তিনি। ক্যাম্ফারের বলে অ্যাডায়ারের হাতে ক্যাচ দেওয়া রনি ১০ বলে ৩ চারের সাহায্যে করেন ১৪ রান।

ছবি: ফিরোজ আহমেদ

২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর আভাস ছিল সাকিব ও হৃদয়ের ব্যাটে। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে বিচ্ছিন্ন হন তারা। ৬ বলে ৬ রান করে শর্ট মিডউইকেটে অ্যাডায়ারের দ্বিতীয় শিকার হন সাকিব। বাংলাদেশের প্রথম ৪ উইকেট আয়ারল্যান্ডের পেসাররা নেওয়ার পর লেগ স্পিনার বেন হোয়াইটও করেন উল্লাস। আক্রমণে গিয়েই তিনি তুলে নেন হৃদয়কে। টাইমিংয়ে গড়বড় হওয়ায় আকাশে উঠে যাওয়া বল তালুবন্দি করেন টেক্টর। ১০ বলে ১ চার ও ১ ছয়ে তার রান ১২।

টি-টোয়েন্টিতে গত ম্যাচের সবকটিতে জিতেছে বাংলাদেশ। এই সংস্করণে এটাই তাদের টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি। আইরিশদের দুটি ম্যাচে হারানোর আগে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

4h ago