‘টেস্ট নাও খেলতে পারে, তার মানে এই না যে আইপিএল খেলতে যাচ্ছে’

Nazmul Hasan Papon
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএলের অনাপত্তিপত্র নিয়ে আগের অবস্থানে থাকার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিব আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবেন কিনা তা স্পষ্ট করতে পারেননি তিনি।

আজ থেকে শুরু হচ্ছে আইপিএল নতুন আসর। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে আছেন সাকিব ও লিটন। মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসে। সাকিবদের দল কলকাতা শনিবার নিজেদের প্রথম ম্যাচে নামবে। মোস্তাফিজের দিল্লির প্রথম ম্যাচ রোববার।

টেস্ট দলে না থাকায় শুরু থেকেই থাকতে পারবেন মোস্তাফিজ। কিন্তু সাকিব-লিটন টেস্ট খেললে আইপিএলে শুরুর দুই ম্যাচে থাকতে পারছেন না। তবে তারা পুরো আইপিএল খেলার জন্য বিসিবির কাছে আবেদন করেছেন।

গুঞ্জন উঠেছিল সাকিবকে আইপিএলের প্রথম থেকেই খেলার অনুমতি দেওয়া হচ্ছে। লিটনকে টেস্ট খেলেই তারপর ছাড়া হবে।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শেষে গণমাধ্যমে হাজির হন বোর্ড প্রধান। সাকিব-লিটনের ছাড়পত্রের ইস্যুতে নিজের আগের অবস্থানই জানান তিনি,  'মত বদলিয়েছি মানে? আমরা ওদেরকে বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ‌্যাভেইলেভেল আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি।'

বিভিন্ন গণমাধ্যমে এই দুই তারকার আইপিএল ইস্যুতে বেরুচ্ছে নানান খবর। সেসব উড়িয়ে দেন বিসিবি প্রধান, 'আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না এটাই হলো সমস্যা।'

এখনো এনওসি দেওয়া না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব টেস্ট খেলবেন কিনা তা ধোঁয়াশায় রেখেছেন নাজমুল, 'টেস্ট নাও খেলতে পারে। তার মানে এই না যে আইপিএল খেলতে যাচ্ছে। এগুলো মিলায়েন না সবকিছু এক  সঙ্গে। একটা নিয়ে থাকেন। একটা একটা করে আসেন।'  

ফিটনেসে কোন সমস্যা না থাকায় টেস্ট অধিনায়ক সাকিবের টেস্ট না খেলার এমনিতে কোন কারণ দেখেন না তিনি,  'আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি। ঠিক আছে...।'

এবারই বাংলাদেশের সবচেয়ে বেশি তিনজন সুযোগ পেয়েছেন আইপিএলে। তাদের কাছ থেকে প্রত্যাশার আগে একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়েই শঙ্কায় বোর্ড প্রধান, 'প্রত্যাশা...খেলাবে কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে তাহলে আমি প্রত্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কি প্রত্যাশা করবো?  আগে দেখি খেলায় কিনা।'

Comments

The Daily Star  | English

Yunus leaves Dhaka for Ctg on first visit as chief adviser

Prof Yunus departed Hazrat Shahjalal International Airport at 8:45am

13m ago