সাকিব-লিটনকে নিয়েই টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসরের শুরু থেকেই যোগ দিতে চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। তবে শেষ পর্যন্ত আসরের শুরুতে যোগ দিতে পারছেন না তারা। এ দুই তারকা ক্রিকেটারদের নিয়েই টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ ভারতের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও রেজাউর রহমান রাজা। এছাড়াও অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির হাসান নেই চোটের কারণে।

জাকিরের ইনজুরিতে কপাল খুলেছে সাদমান ইসলামের। এক বছর পর জাতীয় দলে ফিরেছেন এ বাঁহাতি ওপেনার। অন্যদিকে সে সিরিজে চোটের কারণে খেলতে না পারা নিয়মিত ওপেনার তামিম ইকবাল ফিরেছেন টেস্ট দলে। এছাড়াও ফিরেছেন পেসার ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

Comments

The Daily Star  | English

BNP to enforce 36-hour blockade from Tuesday

The BNP and its allies have announced a 36-hour road-rail-waterway blockade in Bangladesh from Tuesday morning to protest the Election Commission's announcement of the schedule for the next national election announced by the Election Commission (EC)

34m ago