আইরিশদের বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশের নতুন রেকর্ড

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, পাকিস্তান ও ইংল্যান্ড খেলেছে ১০টি দেশের বিপক্ষে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে কখনও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেনি। অন্যদিকে আফগানদের বিপক্ষে খেলেনি পাকিস্তান ও ইংল্যান্ড।
ছবি: ফিরোজ আহমেদ

সেই ২০০০ সালে ক্রিকেট বিশ্বে দশম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। এরপর আরও দুটি দেশ পেয়েছে এ মর্যাদা। সবমিলিয়ে ১২টি। সেখানে ১১টি টেস্ট খেলুড়ে প্রতিপক্ষের সঙ্গে এই প্রথম খেলার কৃতিত্ব গড়ল বাংলাদেশই।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামে টাইগাররা। এই ম্যাচের মধ্য দিয়েই সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলার বলয় পূর্ণ করল তারা। প্রথম দিনে আইরিশদের ২১৪ রানে গুটিয়ে দিয়ে ২ উইকেটে ৩৪ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ।

সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে ওয়ানডে সংস্করণে সাফল্য থাকলেও টেস্ট ক্রিকেটে ততোটা বড় হয়ে উঠতে পারেনি টাইগাররা। এখন পর্যন্ত ১৩৭টি টেস্ট ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১৬টি ম্যাচে। ড্র করতে পেরেছে ১৮টি। যেখানে বৃষ্টির অবদান ছিল উল্লেখ করার মতো। হেরেছে ১০২টি টেস্টে। অথচ সেই দলটিই সবার আগে সব দেশের সঙ্গে খেলার কীর্তি গড়ল।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, পাকিস্তান ও ইংল্যান্ড খেলেছে ১০টি দেশের বিপক্ষে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে কখনও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেনি। অন্যদিকে আফগানদের বিপক্ষে খেলেনি পাকিস্তান ও ইংল্যান্ড।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচটি কেবলই একটি দ্বি-পাক্ষিক লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয় ম্যাচটি। ২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এবার ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপেও নয় নম্বরে থেকে আসর শেষ করেছে। ১২ ম্যাচে মাত্র ১টি জয় টাইগারদের। হেরেছে ১০টিতে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago