এত পরে কেন বল করতে এলেন সাকিব?

প্রথম দুই সেশনে প্রথম স্লিপে দাঁড়িয়ে কেবল ফিল্ডিং করে গেলেন সাকিব আল হাসান। পাঁচজন বোলার ব্যবহার করলেও নিজে এলেন না। শেষ সেশনের শুরুতেই নিজেকে বোলিং থেকে রাখলেন দূরে। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ইনিংসের যখন লেজ বেরিয়ে গেছে, ৬৫ ওভার পর হাত ঘোরাতে আসেন বাংলাদেশ অধিনায়ক। স্রেফ ৩ ওভারই বল করেছেন তিনি
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

প্রথম দুই সেশনে প্রথম স্লিপে দাঁড়িয়ে কেবল ফিল্ডিং করে গেলেন সাকিব আল হাসান। পাঁচজন বোলার ব্যবহার করলেও নিজে এলেন না। শেষ সেশনের শুরুতেই নিজেকে বোলিং থেকে রাখলেন দূরে। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ইনিংসের যখন লেজ বেরিয়ে গেছে, ৬৫ ওভার পর হাত ঘোরাতে আসেন বাংলাদেশ অধিনায়ক। স্রেফ ৩ ওভারই বল করেছেন তিনি। দিনের খেলা শেষে সাকিবের কম বোলিং করার প্রশ্নের জবাব দেন পাঁচ উইকেট নেওয়া তাইজুল ইসলাম।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডকে ৭৭.২ ওভারে ২১৪ রানে আটকে দেয় বাংলাদেশ। ৬ জন বোলারের মধ্যে সাকিব করেন কেবল ৩ ওভার। ৫৮ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার তাইজুল।

এদিন বেশিরভাগ সময় স্লিপে ফিল্ডিং করা অধিনায়ক সাকিবকে দেখা গেছে কিছুটা আলগা, নিষ্পৃহ ভাব ছিল শরীরী ভাষায়। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল জানান, বাকিদের দিয়ে বল করানোর ইচ্ছাতেই হয়ত বল করতে আসেননি সাকিব,  'তেমন কোনো কারণ আমাদের বলেনি। হয়তো আমাদের দিয়ে করানোর ইচ্ছে ছিল উনার। হয়তো আমরা যদি ট্রাবল করতাম উনি আসতো।'

পুরো দিনে খুব একটা বল না করলেও বাকিদের পরামর্শ দিয়ে গেছেন সাকিব। দরকার হলে সহায়তা করেছেন বলে জানান তাইজুল,  'অধিনায়ক তো সবসময় দলের ভালো চাইবে। ভুল কিছু হলে পরামর্শ দেবে। মাঠের পরিস্থিতি উনি অনেক ভালো জানে। যখন যেটা শেয়ার করা দরকার, সেটি করছিল। উনি আমাদের ওপর আত্মবিশ্বাসী ছিল দেখে আমাদের দিয়ে করিয়েছে।'

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago